NOW READING:
টস জিতে শুভমনদের প্রথমে ব্যাট করতে পাঠালেন সঞ্জু, ম্যাচের লাইভ আপডেট
April 9, 2025

টস জিতে শুভমনদের প্রথমে ব্যাট করতে পাঠালেন সঞ্জু, ম্যাচের লাইভ আপডেট

টস জিতে শুভমনদের প্রথমে ব্যাট করতে পাঠালেন সঞ্জু, ম্যাচের লাইভ আপডেট
Listen to this article


আমদাবাদ: আইপিএলে (IPL 2025) আজ ঘরের মাঠে নামছেন শুভমন গিলরা (Shubman Gill)। প্রতিপক্ষ? সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ম্যাচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। যা গুজরাত জায়ান্টসের আস্তানা। পয়েন্ট টেবিলে আপাতত গুজরাত রয়েছে দ্বিতীয় স্থানে। রাজস্থান রয়্যালস রয়েছে সপ্তম স্থানে।

শুভমন গিলের অধিনায়কত্বে গুজরাত টাইটান্স ৪টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে। মাত্র ১টি ম্যাচে হেরেছে। রাজস্থান রয়্যালস ৪টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে। ২টি ম্যাচে হেরেছে। গিলের অধিনায়কত্বে গুজরাত তাদের ঘরের মাঠে বেশ শক্তিশালী। এই মাঠে চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে একটি ম্যাচ গুজরাত জিতেছে। একটি ম্যাচে হেরেছে।

গুজরাতের ব্যাটিংয়ের প্রথম তিন দুরন্ত ছন্দে। শুভমন গিল, বি সাই সুদর্শন ও জস বাটলার – তিনজনে মিলে এখনও পর্যন্ত- গুজরাতের তোলা মোট ৭১৫ রানের মধ্যে ৫০৩ রান করেছেন। এখনও পর্যন্ত গুজরাতের মিডল অর্ডারকে পরীক্ষার মুখে পড়তেই হয়নি।

বাটলারের কাছে আবার নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার লড়াই। রাজস্থানের হয়ে টানা সাত মরশুম খেলেছেন বাটলার। করেছেন ৩ হাজারের ওপর রান। স্যামসনও স্বীকার করে নিয়েছেন যে, নিলামের আগে বাটলারকে ছেড়ে দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। আজ কি নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠবেন বাটলার?

নরেন্দ্র মোদি স্টেডিয়াম IPL রেকর্ড
 
নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৩৭টি IPL ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৭ বার আগে ব্যাটিং করা দল এবং ২০ বার আগে বোলিং করা দল জিতেছে। টস জেতা দল ১৭ বার এবং হারা দল ২০ বার জিতেছে। এখানে সর্বোচ্চ স্কোর ২৪৩, যা পঞ্জাব কিংস করেছিল গুজরাতের বিরুদ্ধে। এখানে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর শুভমন গিলের নামে রয়েছে, যিনি ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ১২৯ রান করেছিলেন।

IPL 2025-এ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই ম্যাচেই আগে ব্যাটিং করা দল জিতেছে। প্রথম ম্যাচে পঞ্জাব কিংস ১১ রানে এবং দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স ৩৬ রানে জয়ী হয়েছে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ রিপোর্ট

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বাউন্স দেখা যাবে। কিউরিটেররের পূর্বাভাস, ব্যাটিং সহায়ক পিচ হবে। যেখানে ২০০ রান করা কোনও বড় কথা নয়। আজকের ম্যাচে টস জেতা অধিনায়ককে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মত অনেকের। কারণ বড় রানের লক্ষ্য তাড়া করে জেতা সহজ হবে না। প্রথমে ব্যাটিং করা দল দুশোর বেশি রানের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।



Source link