NOW READING:
গেল-হেডেনের রেকর্ড ভেঙে দিলেন সুদর্শন, ব্যাটিং ঝড়ে ঢেকে দিলেন শুভমনের ব্যর্থতা
April 9, 2025

গেল-হেডেনের রেকর্ড ভেঙে দিলেন সুদর্শন, ব্যাটিং ঝড়ে ঢেকে দিলেন শুভমনের ব্যর্থতা

গেল-হেডেনের রেকর্ড ভেঙে দিলেন সুদর্শন, ব্যাটিং ঝড়ে ঢেকে দিলেন শুভমনের ব্যর্থতা
Listen to this article


আমদাবাদ: ম্যাচের মাঝে একটা চমকে ওঠার মতো পরিসংখ্যান পাওয়া গেল। আইপিএলে (IPL 2025) ৩০ ইনিংসের পর সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের নামের তালিকা। সেখানে ক্রিস গেল, কেন উইলিয়ামসন, ম্যাথু হেডেনকেও ছাপিয়ে গিয়েছেন এক স্বল্প পরিচিত ভারতীয় ক্রিকেটার। স্বল্প পরিচিত কারণ, গেলের মতো ইউনিভার্স বস নন তিনি। হেডেনের মতো বিশ্বকাপজয়ী নন। উইলিয়ামসনের মতো কোনও আইসিসি ট্রফি নেই সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে। 

ভারতের জার্সিতে খেলেছেন মাত্র ৩টি ওয়ান ডে ও একটি টি-২০ ম্যাচ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলা টি-২০ ম্যাচে আবার তিনি না করেছেন ব্যাট, না বল। অভিষেক শর্মার দাপটে একশো রানে ম্যাচ জিতেছিল ভারত। কিছু করার দরকারই পড়েনি সাই সুদর্শনের।

তামিলনাড়ুর ২৩ বছরের তরুণ বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠলেন ব্যাট হাতে। ইনিংস ওপেন করতে নেমে ৫৩ বলে করলেন ৮২ রান। সব মিলিয়ে আইপিএলে ৩০ ইনিংসে ১৩০৭ রান হয়ে গেল তাঁর। ৪৮.৪০ গড়ে। ১৪১.৬০ স্ট্রাইক রেটে রান করছেন সুদর্শন। পরিসংখ্যান বলছে, আইপিএলে প্রথম ৩০ ইনিংসের পর হেডেন ছিল ১০৮২ রান, উইলিয়ামসনের ১০৯৬। ইউনিভার্স বস ক্রিস গেলের ঝুলিতে ছিল ১১৪১ রান। তালিকায় তাঁরা যথাক্রমে তিন, চার ও পাঁচে। দুইয়ে উঠে এসেছেন সুদর্শন। অল্পের জন্য অস্ট্রেলিয়ার শন মার্শের রেকর্ড অক্ষত রইল। ১৩৩৮ রান ছিল মার্শের।

 

দিন কয়েক আগেই সুদর্শনকে জাতীয় দলে ফেরানোর জন্য জোরাল সওয়াল করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ যে জহুরি, জহর চিনতে ভুল করেন না, বুধবার ঝোড়ো ইনিংস খেলে যেন সেটাই প্রমাণ করে দিলেন সুদর্শন।

তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ছারখার হল রাজস্থান রয়্যালসের বোলিং। টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। গুজরাত তুলল ২১৭/৬। শুভমন গিল রান পাননি। ৩ বলে মাত্র ২ রান করে জোফ্রা আর্চারের শিকার তিনি। কিন্তু সেই খামতি মিটিয়ে দিলেন সুদর্শন। জস বাটলার ও শাহরুখ খান – দুজনই করলেন ৩৬ রান করে। রাহুল তেওয়াটিয়া ১২ বলে ২৪ রানে অপরাজিত রইলেন। আর্চার ছাড়া বল হাতে আর কেউই সফল হতে পারেননি।

আরও দেখুন





Source link