NOW READING:
ইডেনের গ্যালারিতে তারকা অতিথি, মজে বাঙালি খাবারে, কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ
April 24, 2025

ইডেনের গ্যালারিতে তারকা অতিথি, মজে বাঙালি খাবারে, কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ

ইডেনের গ্যালারিতে তারকা অতিথি, মজে বাঙালি খাবারে, কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল মানে তো শুধু ক্রিকেট মাঠের দ্বৈরথ নয়। এ তো এক মিলন উৎসবও। যা দেশ, ভাষা, সংস্কৃতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়।

লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও এলএসজি-র প্র্যাক্টিস দেখতে হাজির হয়ে গিয়েছিলেন অলিম্পিক্সে সোনা জয়ী সাঁতারু, অস্ট্রেলিয়ার টড পিয়ার্সেন। বৃহস্পতিবারও ইডেনের গ্যালারিতে হাজির খেলার মাঠের এক তারকা। ইশা গুহ (Isa Guha)।

নাম শুনে বাঙালি ভাবতে পারেন। এবং সেটা ভাবলে দশে আপনি দশ পেলেন। ইশা বাঙালিই। তবে ভারতীয় নন। প্রবাসী। ইংল্যান্ডের মহিলা দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১২ সালে অবসর নেন। ৯ মার্চ। দিনটি গুরুত্বপূর্ণ কারণ, সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এক কিংবদন্তি। রাহুল দ্রাবিড়।

বাবার সঙ্গে বৃহস্পতিবার ইডেনে হাজির হয়ে গিয়েছিলেন ইশা। নৈশালোকে তখন কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের (KKR vs PBKS) প্র্যাক্টিস চলছে। গ্যালারিতে ইশাকে চিনতে পেরেই অনেকে ভিড় জমালেন। পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং থেকে শুরু করে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো – অনেকেই এসে কথা বলে গেলেন। নাইটদের তরফ থেকে জার্সিও উপহার দেওয়া হল ইশাকে।

তার ফাঁকেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলছিলেন, ‘বাঙালি খাবার আমার ভীষণ প্রিয়। ঘুগনি, বেগুনি খেলাম। ৬ বালিগঞ্জ প্লেস থেকে ইলিশ মাছ খেলাম। সুন্দরববন যেতে চাই একবার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখব।’ খোঁজ নিলেন, সুন্দরবনে যাওয়ার সঠিক সময় কী।

বেলেঘাটায় পৈতৃক বাড়ি। বাবা বরুণ গুহ ১৯৬৫ সালে কলকাতা ছেড়ে পাকাপাকিভাবে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ম্যাঞ্চেষ্টারে থাকেন এখন। ইশা বলছিলেন, ‘ইডেনে আগেও এসেছি, খেলেছি। ২০২৩ সালে বাবা এসেছিল। এবার ছুটিতে আইপিএল দেখতে এসেছি। ঝুলন গোস্বামীর সঙ্গে কাল দেখা করতে যাব।’ ঝুলনের নামে ইডেনে স্ট্যান্ড হয়েছে দেখেও উচ্ছ্বসিত ইশা।

আইপিএল নিয়ে ভীষণ আগ্রহ। আন্দ্রে রাসেল কেমন খেলছেন, ইডেনের পিচ কী রকম আচরণ করছে, শ্রেয়স আইয়ারের ফর্ম – সব বিষয়েই কৌতূহলী। ইশা বলছিলেন, ‘শ্রেয়সের নেতৃত্ব খুব ভাল লাগে। কোচ রিকি পন্টিংয়ের প্রশিক্ষণে আরও ভাল খেলছে ও।’

তবে আইপিএল দেখতে ভারতে এসেও কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হানার খবর শুনে শোকস্তব্ধ ইশা। ভূস্বর্বের নৃশংসতা নাড়িয়ে দিয়েছে তাঁকে। ইশা বললেন, ‘নিন্দার ভাষা নেই। কড়া হাতে এর দমন করা উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব এক হয়ে লড়াই করবে।’

ভারত বনাম ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ রোমহর্ষক হবে বলে বিশ্বাস ইশার। বললেন, ‘যশপ্রীত বুমরা ইমপ্যাক্ট প্লেয়ার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলতে হবে ওকে। তবে ও বড় প্লেয়ার। ঠিক খেলে দেবে। ইংল্যান্ডে মহম্মদ সিরাজের বোলিং কার্যকরী হবে। ভাল সিরিজ হবে।’

আরও দেখুন



Source link