<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> আইপিএলে আজ দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে মুম্বই বনাম চেন্নাই। নিজেদের ঘরের মাঠে খেলতে নামবেন ধোনি, রুতুরাজরা। কিন্তু <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>, সূর্যকুমারদের আটকাতে কোন ছক কষছেন রুতুরাজরা? প্রাক্তন সিএসকে তারকা ও প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব মনে করেন সিএসকে তাঁদের তিন স্পিনার নিয়েই মুম্বই বধের গেমপ্ল্যান সাজাতে পারেন। </p>
<p style="text-align: justify;">আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটো দলের মহারণ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেদার যাদব বলেন, ”পিচ কেমন তা দেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। চিদাম্বরম স্টেডিয়ামের পিচ একটা বড় ভূমিকা পালন করে থাকে। যদি পিচ শুকনো হয়, তবে অবশ্যই তিন স্পিনারে আক্রমণ সাজানো উচিৎ সিএসকের। দ্বিতীয় ইনিংসের সময় পিচ অনেকটা স্পিনারদের সাহায্য করে থাকে। তাই সে সময় সিএসকে তিন স্পিনার নিয়ে মুম্বইকে আক্রমণ করতেই পারে।” কিন্তু কাদের কথা বলছেন কেদার? ডানহাতি ব্য়াটারের কথায়, ”অশ্বিন ফিরেছেন দলে। ওঁর অভিজ্ঞতা অবশ্য়ই কাজে লাগাবে দল। এছাড়া রবীন্দ্র জাডেজাও রয়েছেন। ওঁর আর অশ্বিনের জুটিটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ফের। এছাড়া আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদ রয়েছে। ওকে টিম ম্য়ানেজমেন্ট ঠিকঠাক কাজে লাগাতে পারলে দলের ভাল।”</p>
<p style="text-align: justify;">এবারের নিলাম থেকে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে। ২০১৫ সালে শেষবার এই দলের জার্সিতে খেলেছিলেন। ফের একবার সিএসকের জার্সিতে ধোনির দলে খেলতে দেখা যাবে অশ্বিনকে। দেশের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে ২৮৬ ম্যাচে ৭৬৪ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই অফস্পিনার। গত বর্ডার গাওস্কর ট্রফির সময়ই আচমকাই অবসর ঘোষণা করেন অশ্বিন। এরপর প্রথমবার কুড়ির ফর্ম্য়াটে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। আইপিএলে ২১২ ম্য়াচে ১৮০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮০০ রানও করেছেন অভিজ্ঞ ক্রিকেটার।</p>
<p style="text-align: justify;">জাডেজা চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। তাঁর আগে শুধু রয়েছেন ডোয়েন ব্র্যাভো। অশ্বিনের সঙ্গে জুটি বাঁধবেন বোলিং বিভাগে। এছাড়া এবার আর পাঁচটি ম্যাচে যদি জাডেজা মাঠে নামেন সিএসকের জার্সিতে, তবে তিনি চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক ম্য়াচ খেলা প্লেয়ার হয়ে যাবেন। </p>
<p style="text-align: justify;">আফগানিস্তানের নূর আহমেদকে এবার চেন্নাই সুপার কিংস ১০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। ১০ ওয়ান ডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নূর দেশের জার্সিতে। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে এর আগে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন নূর।</p>
Source link
তিন স্পিনারেই মুম্বই বধের ছক সাজাক সিএসকে, বার্তা প্রাক্তন অলরাউন্ডারের
