NOW READING:
আইপিএল শেষে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
March 26, 2025

আইপিএল শেষে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?

আইপিএল শেষে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
Listen to this article


মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল। তারপরে বেশ খানিকটা বিরতি। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকারা আইপিএলের পর প্রায় এক মাস ক্রিকেটের বাইরে থাকবেন। আইপিএল শেষের পরে সেই ২০ জুন শুরু হবে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। প্রতিপক্ষ ইংল্যান্ড। ৪৫ দিনের লম্বা এই সিরিজ়ের আগে দীর্ঘ বিরতি। ফলে ম্যাচ ফিটনেস ফিরে পেতে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়র ক্রিকেটারদের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে ভারতীয় দল সিরিজ় শুরুর আগে দুইটি অনুশীলন ম্যাচ খেলবে। বিবৃতিতে জানানো হয়, ‘৩০ মে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার মাঠে প্রথম চারদিনের অনুশীলন ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্য়াচটি নর্দ্যাম্পটনের কাউন্ডি মাঠে এক সপ্তাহ পর ৬ জুন থেকে শুরু হবে।’

এই অনুশীলন ম্যাচগুলিতেই বিরাট কোহলিদের খেলার সম্ভাবনা রয়েছে। 

আরও দেখুন



Source link