সন্দীপ সরকার, কলকাতা: …রিঙ্কু একাই দুটো ম্যাচ জিতিয়ে দিতে পারে।
… বেঙ্কির ছন্দে ফেরা সময়ের অপেক্ষা মাত্র।
… রাসেল ম্যাচ উইনার। রামনদীপও বড় রান করবে।
ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসে ডোয়েন ব্র্যাভো যখন একের পর এক ভরসার কথা শুনিয়ে যাচ্ছেন, কে বলবে যে, প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে পয়েন্ট টেবিলে লাস্ট বয় গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স! তার মধ্যে আগের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৩ বল আগে ম্যাচ হেরে রান রেট একেবারে ভেন্টিলেশনে!
তিন ম্যাচের মধ্যে দুটিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন রিঙ্কু। সেই দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ১২ ও ১৭। এবারের আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার তারকা তিন ম্যাচে দুই ইনিংসে করেছেন সাকুল্যে ৯ রান। রাসেল, রামনদীপ – কেউই রান পাচ্ছেন না।
কেকেআরের লোয়ার মিডল অর্ডারকে সমীহ করত না, এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়া দুষ্কর। অথচ এবারের আইপিএলে ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন তাবড় সেই নাইটরা। যদিও তাতে দলের নতুন মেন্টর ডি জে ব্র্যাভো ঘাবড়াচ্ছেন না। বলছেন, ‘যে টুর্নামেন্টে ১৪ ম্যাচ রয়েছে, সেখানে কী করে মাত্র ২ ম্যাচের ব্যর্থতায় একজন ক্রিকেটারের মূল্যায়ন করা হয়? বছরের পর বছর ধরে এরা পারফর্ম করে গিয়েছে। একটা ম্যাচে তো রিঙ্কু কিংবা বেঙ্কি ব্যাটই করেনি।’
ব্র্যাভো যোগ করেন, ‘আইপিএলে ১৪ ম্যাচেই একজন পারফর্ম করবে, সেটা প্রত্যাশা করা অনুচিত। তবে ওদের উৎসাহ দিয়ে যাওয়াটা জরুরি। ওদের মনে করিয়ে দিতে হবে কত বড় খেলোয়াড়। আইপিএলে এত সাফল্য। এই দলের হয়েও সফল। ওদের শুধু উৎসাহ দিয়ে যেতে হবে। রিঙ্কু, রাসেল একাই দুটো করে ম্যাচ জিতিয়ে দিতে পারে। রামনদীপ অবদান রাখবে। বেঙ্কিও ম্যাচ জেতাবে। আমাদের দলে প্রচুর ম্যাচ উইনার। মেন্টর হিসাবে আমার দায়িত্ব হল শুধু ওদের সাফল্যটা মনে করিয়ে দেওয়া। মাত্র ২টো খেলার পারফরম্যান্স দিয়ে ওদের যোগ্যতা বিচার করার প্রশ্নই নেই।’
𝐄𝐝𝐞𝐧 𝐢𝐬 𝐫𝐞𝐚𝐝𝐲 𝐭𝐨 𝐥𝐢𝐠𝐡𝐭 𝐮𝐩 ⚡
Be part of the BIGGEST LASER SHOW at #TATAIPL 💜 Just download/update Knight Club, grant permissions & shine ✨
When ‘Korbo Lorbo Jeetbo’ hits, your phone lights up with thousands of others 🔥https://t.co/jhkUjXA1Bs pic.twitter.com/gR9A8GMfPa
— KolkataKnightRiders (@KKRiders) April 2, 2025
কেকেআরের ফিকে লোয়ার মিডল অর্ডার কি বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধেই বিস্ফোরণ ঘটাবে? অপেক্ষায় নাইট-ভক্তরা।
আরও দেখুন