সন্দীপ সরকার, কলকাতা: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতালঘর পড়া রয়েছে? পরে যে কাহিনী নিয়ে সিনেমাও হয়েছিল? বিজ্ঞানী অঘোর সেনকে গ্রামের লোক ভূতের ডাক্তার বলে ডাকত।
ইডেনে (Eden Gardens) বুধবার বিকেলে শীর্ণকায় যে তরুণকে সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) ড্রেসিংরুমের সামনে দেখা গেল, তিনি নিজের পরিচয় দেন ব্যাটের ডাক্তার বলে। তাঁর দোকানের নাম? ডক্টর অফ ব্যাটস।
নাম অজিত শর্মা। একটা সময় ক্রিকেট খেলতেন। এখন তিনি ব্যাট মেরামত করেন। অজিত অবশ্য মনে করেন, তাঁর কাজটা ঠিক মেরামতির নয়। বরং, চিকিৎসকের মতোই ব্যাটের নাড়ি টিপে রোগ ধরেন। তারপর পরিচর্যা করেন। কোনও চিকিৎসকের চেয়ে তাঁর কাজটা আলাদা নয়। তাই অজিত নিজেকে ব্যাটের ডাক্তার বলতেই বেশি স্বচ্ছন্দ।
আইপিএলের বিভিন্ন দলের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন অজিত। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল হোক কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্ট, ব্যাট মেরামতির দরকার হলেই অজিতের খোঁজ পড়ে। টিমহোটেলে কিংবা, মাঠে হাজির হয়ে যান অজিত। সঙ্গের ব্য়াগে থাকে ব্যাট সারানোর সরঞ্জাম। মুহূর্তের মধ্যে ব্যাটের রোগ সারিয়ে দেন নিপুণ হাতে।
বাড়ি হাতিয়াড়ায়। বুধবার বিকেলে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের ডাকে। অজিত বলছিলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদ দলের তিন ক্রিকেটারের ব্যাট সারিয়ে দিলাম। ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ ও অভিষেক শর্মা।’ মনে করিয়ে দেওয়া যাক, হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক এতই বিধ্বংসী ব্যাটিং করেন যে, নিমেষে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। দুজনকে একসঙ্গে ট্র্যাভিষেক বলেও ডাকা হয়। হায়দরাবাদ দলের মুকুট। প্রতিপক্ষের আতঙ্ক।
সেই ট্র্যাভিষেকের ব্যাট আরও তীক্ষ্ণ করে তুলেছেন অজিত। যেন রণক্ষেত্রে নামার আগে প্রতিপক্ষের দুই সেরা যোদ্ধার তরবারি আরও ধারাল করে দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স শিবির শুনলে স্বস্তি পেলে হয়! কে না জানে যে, এই ইডেনেই প্রথম ম্যাচে নাইট বোলারদের থরহরিকম্প ধরিয়ে দিয়েছিলেন প্রাক্তন এক নাইটই। ফিল সল্ট। ম্যাচের আগে যাঁর ব্যাট সারিয়ে দিয়েছিলেন এই ব্যাটের ডাক্তারই।
অজিত অবশ্য বেশ পেশাদার। বলছিলেন, ‘আমি কেকেআরের একাধিক তারকার ব্যাটও সারিয়েছি।’ যোগ করলেন, ‘আমার দুটি দোকান। হাতিয়াড়ায় ও নাগেরবাজারে। দোকানে একাধিক কর্মীও রয়েছে। আমার ব্যাট সারানোর কাজ সকলেই পছন্দ করেন। কিছুটা সুনাম তৈরি হয়েছে বৈকি! ব্যাটারদের খুশি করতে পারছি, এতেই আমি তৃপ্ত।’
বৃহস্পতিবার ট্র্যাভিষেক কিংবা ঈশান কিষাণ যদি ব্যাট হাতে ইডেনে তাণ্ডব চালান, নেপথ্যে থাকবেন কলকাতারই এক কারিগর। থুড়ি, ব্যাটের ডাক্তার। যিনি সূক্ষ অস্ত্রোপচার সেরে গেলেন ইডেনেই।
আরও দেখুন