NOW READING:
আইপিএলে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি পাকা এই ক্রিকেটারের!
April 2, 2025

আইপিএলে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি পাকা এই ক্রিকেটারের!

আইপিএলে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি পাকা এই ক্রিকেটারের!
Listen to this article


লখনউ: পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করলেন যে রেলে চাকরি হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের!

হইচই পড়ে গিয়েছে আইপিএলে। শিরোনামে লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Singh Rathi)। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচে পাঞ্জাব কিংস জেতে। তবে চর্চা চলছে দিগ্বেশকে নিয়ে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুক সেলিব্রেশন করেন তিনি।

কী হয়েছিল? প্রিয়াংশকে আউট করে হাতের তালুতে প্রতিপক্ষ ব্যাটারের নাম লিখে রাখার মতো করে অঙ্গভঙ্গি করেন দিগ্বেশ। যেন নোটবুকে নাম লিখে রাখছেন। ব্যাপারটা ভাল চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দিগ্বেশের মোটা জরিমানাও হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীও বেশ অসন্তুষ্ট। জানিয়েছেন, ম্যাচ হেরে যাওয়া দলের ক্রিকেটারের এরকম আচরণ দৃষ্টিকটূ।

তবে ভারতীয় রেল থেকে একটি মিম তৈরি করা হয়েছে। সেখানে দিগ্বেশ টিকিট পরীক্ষকের ভূমিকায়। আর প্রিয়াংশ যেন টিকিট না কেটে ট্রেনে ওঠা যাত্রী। ভারতীয় রেল লিখেছে, ‘বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দায়িত্ববান টিকিট পরীক্ষক ধরলে কিন্তু জরিমানা দিতে হবে।’ সেই মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

মঙ্গলবারে ম্যাচে পাঞ্জাব দাপট দেখায়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। লখনউ ১৭১ রান তোলে। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজেই পাঞ্জাব কিংস ম্যাচ জিতে নিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন প্রভসিমরণ। তিনি ৬৯ রানে আউট হলে এদিন সকলকে খানিকটা চমকে দিয়েই গ্লেন ম্যাক্সওয়েলের বদলে ব্যাটে নামানো হয় নেহাল ওয়াধেরাকে। বাঁ-হাতি ব্য়াটার ম্যানেজমেন্টের তাঁর ওপর আস্থাকে সঠিক প্রমাণ করে ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছক্কায়। অপরপ্রান্তে শ্রেয়সও নিজের মেজাজে ব্যাটিং করে দলের জয় সুনিশ্চিত করেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাচ জেতে পাঞ্জাব। টানা ২ ম্যাচ জিতে নিলেন শ্রেয়সরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাঞ্জাবের ঝুলিতে।                        

আরও দেখুন



Source link