কলকাতা: একদা যাঁকে দেখে নিজের বোলিং শুরু করেছিলেন, যাঁকে নিজের রোলমডেল মানেন, সেই তারকা যদি চোখের সামনে দেখা যায়, কথা বলা যায়, তাহলে অনুভূতিটা ঠিক কেমন হবে? এই প্রশ্নের জবাব সবথেকে ভালভাবে দিতে পারবেন দ্বিগেশ রাঠি (Digvesh Rathi)।
মঙ্গলবার, ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। ইতিমধ্যেই লখনউ ফ্র্যাঞ্চাইজি কলকাতায় চলে এসেছে। রবিবাসরীয় ইডেনে অনুশীলনও সারছে। অনুশীলন করছে কেকেআরও। আর এই অনুশীলন চলাকালীনই দ্বিগেশ সঙ্গে দেখা হল তাঁর আইডল সুনীল নারাইনের (Sunil Narine), যার কথা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ সেরার পুরস্কার জেতার পরেও দ্বিগেশের মুখে শোনা গিয়েছে। এই সাক্ষাৎকারের একটি ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
সেই ভিডিওতে দেখা যায় নিকোলাস পুরান, ঋষভ পন্থদের সঙ্গে দেখা করে নারাইন ব্যাট পরীক্ষা করে দেখছেন। আর দ্বিগেশ? তিনি কার্যত বিস্ময়ের সঙ্গে নাইট তারকার দিকে তাকিয়ে ছিলেন, যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর সামনে স্বয়ং সুনীল নারাইন দাঁড়িয়ে। লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে প্রথমে দুইজনের মধ্যস্থতা করতে দেখা যায়। নারাইনকে দেখিয়ে পন্থ বলেন, ‘এই যে এখানে’। তখন দ্বিগেশের মুখে হাসি আর আটকায় কে!
কার্যত সঙ্গে সঙ্গেই পাশ থেকে ফুট কেটে লখনউয়ের সহ-অধিনায়ক নিকোলাস পুরানের থেকে দ্বিগেশের উদ্দেশে এক প্রশ্ন ভেসে আসে। পুরান দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ় এবং ত্রিনিদাদের হয়ে খেলার সুবাদে নারাইনের সব খুঁটিনাটি বিষয়ে অবগত। নারাইনকে তিনিই জানান যে দ্বিগেশ সবসময় তাঁর কথাই বলেন। তারপরেই তাঁর প্রশ্ন, ‘একটা কথা বল, ওঁ (নারাইন) তো উইকেট নিয়ে উদযাপন করে না। তুমি কেন কর?’ দ্বিগেশের শান্ত গলায় জবাব, ‘আমি তো আসলে দিল্লির ছেলে না!’ পন্থ বলে উঠেন, ‘ও (দ্বিগেশ) টিকেট কালেক্ট করে আর ওঁ (নারাইন) উইকেট কালেক্ট করেন।’
এই মজাদার মিষ্টিমধুর আলোচনায় দুই দলের ক্রিকেটারদের মধ্যেকার বন্ধুত্ব ধরা পড়ে। পাশাপাশি এও দেখা যায় যে মাঠে ইতিমধ্যেই আগ্রাসীভাবে উইকেট উদযাপন করে দুই দুইবার শাস্তির মুখে পড়া দ্বিগেশ কিন্তু আসলে বেশ খানিকটা লাজুক প্রকৃতিরই ছেলে। এবার দেখার মঙ্গলবারের ইডেনে নারাইন না দ্বিগেশ, ম্যাচ শেষে কার মুখে জয়ের হাসি ধরা পড়ে।
আরও দেখুন