NOW READING:
ধর্মশালায় আইপিএল ম্যাচের মাঝেই নিভিয়ে দেওয়া হল স্টেডিয়ামের আলো! যুদ্ধের সতর্কতা?
May 8, 2025

ধর্মশালায় আইপিএল ম্যাচের মাঝেই নিভিয়ে দেওয়া হল স্টেডিয়ামের আলো! যুদ্ধের সতর্কতা?

ধর্মশালায় আইপিএল ম্যাচের মাঝেই নিভিয়ে দেওয়া হল স্টেডিয়ামের আলো! যুদ্ধের সতর্কতা?
Listen to this article


ধর্মশালা: মাঠে তখন পঞ্জাব কিংসের (PBKS vs DC) ব্যাটাররা ঝড় তুলেছেন। ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন পঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। প্রিয়াংশ ফিরলেও, ঝোড়ো ইনিংস খেলে চলেছেন প্রভসিমরন।

ঠিক তখনই আচমকা নিভে গেল ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামের আলো। প্রথমে একটি বাতিস্তম্ভ। পরে পরপর আরও দুটি বাতিস্তম্ভ। ক্রিকেটারেরা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। প্রথমে মনে হয়েছিল, ফ্লাডলাইট বিভ্রাট। কিন্তু পরে জানা গেল, স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের হামলার সতর্কতা হিসাবে। গ্যালারিও খালি করা শুরু হয়েছে বলে খবর।

আইপিএলে বুধবার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ জিতলে প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলার সুযোগ ছিল শ্রেয়স আইয়ারদের সামনে। যদিও গত কয়েকদিন ধরেই এই ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আর সেটা হয়েছিল আবহাওয়ার কারণে। হিমাচল প্রদেশের শৈলশহরে বৃষ্টি চলছে। যে কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই।

 

বৃষ্টি প্রতিকূলতাও তৈরি করেছিল বুধবার। আইপিএলে রাতের ম্যাচে টস হয় সাতটায়। ম্যাচ শুরু হয় রাত সাড়ে সাতটায়। কিন্তু বুধবারের ম্যাচের আগে বৃষ্টি শুরু হওয়ায় টস পিছিয়ে দেওয়া হয়। মাঠ ঢাকা পড়ে কভারে।

পরে সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি থামার পর সুপার সপার চালিয়ে মাঠ শুকনোর কাজ শুরু হয়। প্লাস্টিকের কভার সরানো হয়। রাত আটটায় মাঠ পর্যবেক্ষণ করে দুই আম্পায়ার জানান, ৮টা বেজে ১৫ মিনিটে হবে টস। সাড়ে আটটায় হবে খেলা শুরু। ওভার কমানো হয়নি ম্যাচের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই ঝড় তোলেন পঞ্জাবের দুই ওপেনার। ১০.১ ওভারে তখন পঞ্জাব কিংসের স্কোর ১২২/১, রানের পাহাড়ের দিকে এগচ্ছেন প্রভসিমরনরা, আচমকা স্টেডিয়ামের একটা আলো নিভে যায়। ম্যাচ বন্ধ হয়ে যায়। তারপর আরও একটি বাতিস্তম্ভ নিভে যায়।

প্রথমে মনে হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট কিংবা বাতিস্তম্ভের সমস্যা। পরে দেখা যায়, ক্রিকেটারদের মাঠ থেকে বার করে আনা হচ্ছে। গ্যালারিও ফাঁকা করে দেওয়া শুরু হয়।

আইপিএলের তরফে জানানো হয়, ম্যাচ বাতিল। কোনও ফলাফল হয়নি। যদিও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে ভারতের বিভিন্ন জায়গায় পাক হানার চেষ্টা ও ভারতের প্রত্যাঘাতের আবহে ফ্লাডলাইট জ্বালিয়ে আইপিএল ম্যাচ করার ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় সরকার। 

আরও দেখুন





Source link