সিডনি: তিনি বিশ্বকাপজয়ী দলের তারকা। গতবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম প্রধান অস্ত্র ছিলেন।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগেই সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। কেরিয়ারে বেশিরভাগ আইসিসি ট্রফিই জিতেছেন। টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ান ডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ – সবই জিতেছেন। একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিই নেই তাঁর সাফল্যের ঝুলিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি সরে দাঁড়ানোর পর উদ্বেগ তৈরি হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। যে দলের হয়ে পরের আইপিএলে খেলবেন স্টার্ক। প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল, আইপিএলে খেলবেন তো স্টার্ক? তাঁর চোট রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়।
নিজেই ধোঁয়াশা কাটিয়ে দিলেন অজি ফাস্টবোলার। প্যাট কামিন্স, মিচেল মার্শ, জস হ্যাজলউড, ক্যামেরন গ্রিনরা যখন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন, তিনিও সরে দাঁড়ান। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে স্টার্ক জানিয়েছিলেন যে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডও এরপর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে, ব্যক্তিগত কারণেই স্টার্ক খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান না।
স্ত্রী তথা ক্রিকেটার অ্যালিসা হিলির পডকাস্ট শোয়ে স্টার্ক জানিয়েছেন, ঠিক কী কারণে তিনি খেলেননি আইসিসি-র এই মেগা টুর্নামেন্টে। যদিও তিনি না খেললেও অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের
স্টার্ক পডকাস্টে বলেছেন, ‘আমার চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তিগত কারণও রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ই গোড়ালিতে একটু ব্যথা ছিল। তাই আমি সেটা সারাতে চেয়েছিলাম। আমাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে।’ এরপরই স্টার্ক বলেন, ‘আইপিএলেও ম্যাচ খেলব আমি।’
স্টার্ক জানিয়ে দিয়েছেন যে, তাঁর মূল লক্ষ্যই হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নামা। অজি ফাস্টবোলার বলেছেন, ‘আমার মাথায় এখন থেকেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাঁর আগে নিজের শরীরকে ফিট রাখতে হবে। আগামী কয়েকটা মাসে কিছুটা ক্রিকেট খেলে টেস্ট ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে চাই।’
আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?
আরও দেখুন
+ There are no comments
Add yours