সন্দীপ সরকার, কলকাতা: তিনি খোদ মালিকের ভীষণ কাছের মানুষ। শোনা যায়, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan)। অথচ সেই গম্ভীরের ছায়া থেকে দলকে বার করতেই মরিয়া কেকেআরের নতুন সাপোর্ট স্টাফরা!
শুনলে চমকে উঠতে হয়। কারণ, কেকেআরের তিন আইপিএল ট্রফি জয়ের নেপথ্যেই রয়েছে গৌতির ছোঁয়া। প্রথম দুটি ট্রফি অধিনায়ক হিসাবে। তৃতীয়টা মেন্টর হিসাবে। অথচ আইপিএলে অভিযান শুরু করার আগে গম্ভীরের নাম নিয়ে বেশি আলোচনাও না পসন্দ কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।
মনে করিয়ে দেওয়া যাক, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ পণ্ডিত গত মরশুমেও কেকেআরের কোচই ছিলেন। কিন্তু গম্ভীরের আমলে তিনি ছিলেন পার্শ্বচরিত্রে। ভাল অভিনেতা। কিন্তু নাম ভূমিকা পেতেন না। নায়কের চরিত্রে অবশ্যম্ভাবী ছিল গম্ভীরের নাম। বলতে গেলে তিনিই ছিলেন দলের এ টু জেড। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ – গুরু গম্ভীরের নির্দেশ ছাড়া কিছুই সম্ভব ছিল না কেকেআরে। সেই সময় পণ্ডিতের সঙ্গে গম্ভীরের খুব সদ্ভাব ছিল বললে এটাও বিশ্বাস করতে হবে যে, বাবুঘাট থেকে আইফেল টাওয়ার দেখা যায়।
আইপিএলের পরই গম্ভীর ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেন। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন তিনি। আর তাঁর জায়গায় কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন ডোয়েন ব্র্যাভো। তার কয়েক মাসের মধ্যেই গম্ভীরকে নিয়ে একের বেশি প্রশ্ন করা হলে যেন কিছুটা বিরক্ত হয়ে পড়ছেন কেকেআরের কোচ পণ্ডিত।
বুধবার থেকে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু হয়েছে নাইটদের। বৃহস্পতিবার শিবিরের দ্বিতীয় দিন কেকেআরের নতুন মেন্টর ব্র্যাভোকে এবিপি লাইভ বাংলা প্রশ্ন করেছিল, গম্ভীরের ফর্মুলাই মেনে চলবেন, নাকি আলাদা কোনও মন্ত্র রয়েছে আপনার? ব্র্যাভো বললেন, ‘দলের নিউক্লিয়াস একই রয়েছে। দলের ভাল খেলার দায়িত্ব আমার, কোচের, বেঙ্কি স্যরের। নিলাম থেকে ভাল ক্রিকেটারদের নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যই ছিল নিলামে গিয়ে চ্যাম্পিয়ন দলের যতজন সম্ভব ক্রিকেটারদের ধরে রাখব। আমরা সেটা পেরেছি। কয়েকজন ক্রিকেটার হাতছাড়া হয়েছে ঠিকই। জিজি-র (গৌতম গম্ভীরের ডাকনাম) দল পরিচালনার নিজস্ব স্টাইল ছিল। আমার নিজস্ব ধরন রয়েছে। আমরা দুজনই নিজের নিজের পদ্ধতিতে সফল। আমি জিজিকে কয়েকবার মেসেজ করেছি। এই দলের ক্রিকেটারদের ওপর আমার বিশ্বাস রয়েছে। ওদের কাছে সাফল্যের ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা মেনে খেলাই গুরুত্বপূর্ণ।’
এরপরই দলের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের কাছে জানতে চাওয়া হয়, গম্ভীরের অভাব টের পাবেন? প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে পণ্ডিত বলে ওঠেন, ‘আমাদের বর্তমান নিয়ে কথা বলা উচিত। অতীতে কী হয়েছে সেটা নিয়ে প্রশ্ন না করে। ব্র্যাভো এটা নিয়ে ইতিমধ্যেই কথা বলেছে।’ গলায় কিছুটা যেন বিরক্তি।
যা থেকে স্পষ্ট, গম্ভীর আমলকে মন থেকে মুছে দিয়ে নতুন শুরুর অপেক্ষায় পণ্ডিত-ব্র্যাভোর কেকেআর।
আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!
আরও দেখুন
+ There are no comments
Add yours