বিশাখাপত্তনম: পুরনো দলই এখন প্রতিপক্ষ। যে দলের নেতৃত্ব দিয়েছেন এক সময়, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামছেন – আইপিএলে (IPL 2025) এরকম ঘটনা আকছার দেখা যায়। আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জোরাল ধাক্কা দেন ফিল সল্ট ও সূয়স, শর্মা। সল্ট ঝোড়ো হাফসেঞ্চুরি করেন, সূয়স তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। মনে করিয়ে দেওয়া যাক, সল্ট ও সূয়স – দুজনই গতবার কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
তবে সোমবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG) ম্যাচে এমন দুই ক্রিকেটার জড়িয়ে রয়েছেন, যাঁদের কাছে এই ম্যাচ শুধু পুরনো দলের বিরুদ্ধে খেলাই নয়, বরং রয়েছে আরও উত্তেজক কিছু মশলা। কীরকম?
কে এল রাহুল গত মরশুমে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তাঁর সঙ্গে লখনউয়ের বিচ্ছেদ খুব মধুর ছিল বলে শোনা যায় না। বরং ছিল তিক্ততা। ম্যাচ হারার পর মাঠেই টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার শিকার হতে হয়েছিল রাহুলকে। তারপর তাঁর দল বদল করা ছিল কার্যত সময়ের অপেক্ষা। এবার তিনি যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। যদিও অধিনায়ক নন রাহুল। দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল।
রাহুল যদি হন মুদ্রার এক পিঠ, অন্য পিঠে রয়েছেন ঋষভ পন্থ। যিনি গত মরশুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু দিল্লির সঙ্গে পন্থের মতানৈক্য হয়। ঝামেলার জেরেই পন্থ দিল্লি ছাড়তে চান। শোনা যায়, তিনি নিজেই দিল্লিকে জানিয়েছিলেন তাঁকে যেন রিটেন না করা হয়। তারপর নিলাম থেকে তাঁকে কেনে লখনউ। পন্থকেই এবার অধিনায়ক করেছে লখনউ।
Captains 👍
Match-day rivals 🆚
Friends through & through 🤝𝗠. 𝗢. 𝗢. 𝗗 Axar & Rishabh as we gear up for tonight’s #DCvLSG clash 👌👌#TATAIPL | @DelhiCapitals | @LucknowIPL | @akshar2026 | @RishabhPant17 pic.twitter.com/mI2RI3WHYF
— IndianPremierLeague (@IPL) March 24, 2025
সোমবার বিশাখাপত্তনমে মুখোমুখি সেই দুই দল – লখনউ ও দিল্লি। যার অর্থ, লড়াই রাহুল বনাম পন্থের। রাহুল যদিও এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সামান্য সংশয় রয়েছে। সন্তাসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকতে তিনি বাড়ি গিয়েছিলেন। সোমবারের ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে রাহুল নিজে নিশ্চয়ই চাইবেন দিল্লির জার্সিতে মাঠে নেমে লখনউকে হারাতে। তাঁর কাছে যে এটা জবাব দেওয়ার ম্যাচ।
দিল্লির দ্বিতীয় হোমগ্রাউন্ড বিশাখাপত্তনম। গত আইপিএলে এই মাঠে খেলেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন পন্থ। পেয়েছিলেন নায়কের সম্মান। এবার সেই মাঠেই তিনি বিরোধী দলের অধিনায়ক। জমজমাট এক ক্রিকেটীয় লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।