চেন্নাই: আইপিএলের বয়স ঠিক এক মাস । সব দলই ফিরতি লিগের ম্যাচ খেলতে শুরু করেছে । কিন্তু দুই দল পয়েন্ট টেবিলের একেবারে ভেন্টিলেশনে । চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (CSK vs SRH) । ৮টি করে ম্যাচ খেলে দুই দলের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে । প্লে অফে উঠতে গেলে বাকি ৬টি ম্যাচে জিততেই হবে দুই দলকেই । সেক্ষেত্রে ম্যাজিক ফিগার ১৬-তে পৌঁছনো সম্ভব ।
শুক্রবার আইপিএলে মুখোমুখি হচ্ছে সেই দুই দলই । যে দল জিতবে, প্লে অফের দৌড়ে ভেসে থাকবে । যারা হারবে, প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে । সিএসকে পাঁচবারের চ্যাম্পিয়ন । তবে এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে । যা আইপিএলের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার । এর আগে ২০২২ সালে প্রথম আট ম্যাচে ২টি জিতেছিল চেন্নাই । সেবার পয়েন্ট টেবিলের ৯ নম্বরে শেষ করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা । এবারও কি সেই হতাশাত ছবিই অপেক্ষা করে রয়েছে?
চেন্নাই ও হায়দরাবাদ – দুই দলেরই নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । নতুন নেওয়া প্লেয়ারদের মধ্যে একমাত্র নূর আমেদ ছাড়া আর কেউই সাফল্যের মুখ দেখেননি । ঈশান কিষাণ হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন । তারপর থেকে ক্রমাগত ব্যর্থ ।
All set for the Risers Challenge! 🦁🏏#MatchPreview #WhistlePodu #Yellove 🦁💛@etihad pic.twitter.com/5xmH75XAVx
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2025
শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে হায়দরাবাদ । সেক্ষেত্রে রাহুল চাহার ও কামিন্দু মেন্ডিসের মধ্যে একজন সুযোগ পেতে পারেন একাদশে । হায়দরাবাদের ব্যাটিং নিয়েও প্রশ্ন । একমাত্র হেনরিখ ক্লাসেন ছাড়া আর কেউই ধারাবাহিক নন । ক্লাসেনকে কি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানো হবে? দেখার অপেক্ষায় সকলে ।
শুক্রবারের ম্যাচ ধোনির চারশোতম টি-২০ ম্যাচ । রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও বিরাট কোহলি ছাড়া যে কৃতিত্ব ভারতের আর কারও নেই । সেই ম্যাচ কি স্মরণীয় করে রাখতে পারবে চেন্নাই? চেন্নাইয়ে সিএসকে-কে কোনওদিন হারাতে পারেনি হায়দরাবাদ । এবার কি সেই খরা কাটবে? প্রশ্ন অনেক । উত্তর পাওয়া যাবে আজ চিদম্বরম স্টেডিয়ামে ।
আরও দেখুন