চেন্নাই: অনেকেই আইপিএলে (IPL 2025) ৭ মে-র ইডেন গার্ডেন্সের (Eden Gardens) টিকিটের জন্য হা পিত্যেশ করে বসে রয়েছেন। সেদিনই ক্রিকেটের নন্দনকাননে নামবে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, ধোনি-দর্শনের সুযোগ।
ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের সেই ম্যাচের তাৎপর্য কি শুক্রবারই জোরাল ধাক্কা খেল?
ঘরের মাঠে ফের হারল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করেও ৫ উইকেটে পরাস্ত হতে হল মহেন্দ্র সিংহ ধোনিদের। দুর্গপতন হল। যে চিদম্বর স্টেডিয়ামকে চেন্নাই সুপার কিংসের দুর্গ বলা হতো, সেখানে ফের হারল সিএসকে। ১৮ বছরের আইপিএলে এই প্রথম চেন্নাইয়ে ম্যাচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইলেন প্যাট কামিন্সরা।
নিজের চারশোতম টি-২০ ম্যাচে ধোনির সঙ্গী হল হারের বিষণ্ণতা। সেই সঙ্গে প্লে অফের দৌড় থেকেও কার্যত বিদায় নিল চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচ খেলে ৪ পয়েন্টে আটকে রইল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। শেষ ৫ ম্যাচের পাঁচটিতে জিতলেও ১৪ পয়েন্টে আটকে যাবে সিএসকে। আইপিএল যবে থেকে ১০ দলের হয়েছে, ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার সম্ভাবনাও কার্যত শূন্যে ঠেকেছে।
চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ – শুক্রবারের ম্যাচ দুই দলের কাছেই ছিল মরণ-বাঁচন। সেই ম্যাচে হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকেই গেলেন ধোনিরা।
Kamindu Mendis continues to impress 👌
Mendis and Nitish Reddy are going strong as #SRH are getting closer to victory 👏
Updates ▶ https://t.co/26D3UampFQ#TATAIPL | #CSKvSRH | @SunRisers pic.twitter.com/spoLx6Xjk4
— IndianPremierLeague (@IPL) April 25, 2025
টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দরাবাদ। ঘরের মাঠে সুবিধা করতে পারেননি সিএসকে ব্যাটাররা। একমাত্র ডেওয়াল্ড ব্রেভিস ও আয়ূষ মাত্রে ছাড়া কেউই বলার মতো রান পাননি। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। দুরন্ত একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি শেষ দিকে চাপের মুখে ২২ বলে অপরাজিত ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। ১৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন নীতীশ কুমার রেড্ডি।
আরও দেখুন