NOW READING:
২২ গজের যুদ্ধের আগেই বিরাট-বন্দনায় রুতুরাজ, ‘এই ম্য়াচের অপেক্ষায় থাকি’, দাবি CSK অধিনায়কের
March 28, 2025

২২ গজের যুদ্ধের আগেই বিরাট-বন্দনায় রুতুরাজ, ‘এই ম্য়াচের অপেক্ষায় থাকি’, দাবি CSK অধিনায়কের

২২ গজের যুদ্ধের আগেই বিরাট-বন্দনায় রুতুরাজ, ‘এই ম্য়াচের অপেক্ষায় থাকি’, দাবি CSK অধিনায়কের
Listen to this article


চেন্নাই: দুই দলই এবারের আইপিএলে (IPL 2025) নিজেদের প্রথম ম্যাচ জিতেছেন। দুই দলই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে। এমনই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ (CSK vs RCB) ঘিরে আলাদা একটা উত্তেজনা থাকেই। দুই দলে দুই মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির (Virat Kohli) উপস্থিতি এই ম্যাচে বাড়তি মাত্রা যোগ করে। এবারও এই ‘সাদার্ন ডার্বি’ ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে সেই ম্যাচের আগেই বিরাট-বন্দনায় সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বরাবরই সিএসকের দাপট দেখা গিয়েছে। আরসিবির ১১ ম্যাচের তুলনায় সিএসকে এই লড়াইয়ে ২১টি ম্যাচ জিতেছে। ২০০৮ সালের পর থেকে চিপকের মাঠে সিএসকেকে কোনদিন হারাতে পারেনি আরসিবি। অতীত পরিসংখ্যান যে সম্পূর্ণই সিএসকের পক্ষে, তা বলাই বাহুল্য। তা সত্ত্বেও ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করে রুতুরাজ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা প্রতি বছরই ভাল পারফর্ম করছে। আর বিরাট কোহলি যখনই প্রতিপক্ষে থাকুন না কেন, সবসময়ই সেই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকেই। দেশ এবং আরসিবি, সবার হয়েই ওঁ বহুদিন ধরেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন।’

এ মরশুমে আরসিবি আবার নতুন শুরু করেছে। নতুন অধিনায়ককে নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই রজত পাতিদারকে আরসিবি অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে জানান রুতুরাজ গায়কোয়াড়। সিএসকে অধিনায়ক বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর আমরা সবথেকে বেশি এই ম্য়াচেরই অপেক্ষায় থাকি। রজত পাতিদার দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাই সত্যিই আরও বেশি করে এই আরসিবি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। ওরা রজতকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি ওকে মেসেজ করে শুভেচ্ছা জানাই। আমরা ভাল বন্ধু এবং দুইজনেই একে অপরকে খুব ভালভাবে চিনিও। আর নিঃসন্দেহেই আরসিবি সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে একটি।’

আরও দেখুন



Source link