চেন্নাই: আজ, ২৮ মার্চ, শুক্রবার, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ‘সাদার্ন ডার্বি’। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। আরসিবির ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দিকে নজর থাকবে না, এও আবার হয় নাকি! কোহলিকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা খুবই স্বাভাবিক। আর কোহলির মাঠে নামা মানেই তো কোনও না কোনও ইতিহাস। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেকেআরের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে আরসিবি। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট। অর্থাৎ তিনি ছন্দেই রয়েছেন। সিএসকের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে ১৭ মরশুমে প্রথম জয় পেতে হতে আরসিবির হয়ে কোহলির ব্য়াট চলাটা ভীষণই জরুরি। আরসিবি সমর্থকরাও চাইবেন যেন কোহলি এই ম্যাচে রান করে ফের একবার আরসিবিকে ম্যাচ জেতান। তবে ম্যাচে ইতিহাস গড়ার জন্য কিন্তু কোহলির খুব একটা বেশি রানের প্রয়োজন নেই।
আইপিএলের মঞ্চে কোহলি যে চারটি দলের বিরুদ্ধে হাজারের অধিক রান করেছেন, তার মধ্যে অন্যতম হল সিএসকে। হলুদ ব্রিগেডের বিরুদ্ধে ৩২ ইনিংসে ১০৫৩ রান করেছেন কোহলি। তিনি আজ চিপকে আর মাত্র পাঁচ রান করলেই সিএসকের বিরুদ্ধে আইপিএলে সর্বকালের সর্বাধিক রান করা ক্রিকেটার হয়ে যাবেন। কোহলি পিছনে ফেলবেন তাঁরই ভারতীয় দল তথা দিল্লির প্রাক্তন সতীর্থ শিখর ধবনকে। কোহলি এই রেকর্ড গড়তে পারেন কি না, তা সময়ই বলবে। তবে ম্যাচের আগে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কিন্তু বিরাট-বন্দনায় মজে।
‘কিং কোহলি’ প্রসঙ্গে ম্যাচপূর্বে সিএসকে অধিনায়ককে বলতে শোনা যায়, ‘সাম্প্রতিক সময়ে ওরা প্রতি বছরই ভাল পারফর্ম করছে। আর বিরাট কোহলি যখনই প্রতিপক্ষে থাকুন না কেন, সবসময়ই সেই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকেই। দেশ এবং আরসিবি, সবার হয়েই ওঁ বহুদিন ধরেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন।’
এ মরশুমে আরসিবি আবার নতুন শুরু করেছে। নতুন অধিনায়ককে নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই রজত পাতিদারকে আরসিবি অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে জানান রুতুরাজ গায়কোয়াড়। সিএসকে অধিনায়ক বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর আমরা সবথেকে বেশি এই ম্য়াচেরই অপেক্ষায় থাকি। রজত পাতিদার দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাই সত্যিই আরও বেশি করে এই আরসিবি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। ওরা রজতকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি ওকে মেসেজ করে শুভেচ্ছা জানাই। আমরা ভাল বন্ধু এবং দুইজনেই একে অপরকে খুব ভালভাবে চিনিও। আর নিঃসন্দেহেই আরসিবি সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে একটি।’
আরও দেখুন