NOW READING:
কোহলির খামতি মিটিয়ে দিলেন পাতিদার-সল্টরা, কত রানের লক্ষ্য চেন্নাইয়ের সামনে?
March 28, 2025

কোহলির খামতি মিটিয়ে দিলেন পাতিদার-সল্টরা, কত রানের লক্ষ্য চেন্নাইয়ের সামনে?

কোহলির খামতি মিটিয়ে দিলেন পাতিদার-সল্টরা, কত রানের লক্ষ্য চেন্নাইয়ের সামনে?
Listen to this article


চেন্নাই: আইপিএলের (IPL 2025) এই ম্যাচকে বলা হয় দক্ষিণের ডার্বি। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। এক দলের হয়ে খেলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আর এক দলের সেরা মুখ বিরাট কোহলি (Virat Kohli)।

শুক্রবার মুখোমুখি হয়েছে এই দুই দলই। আর লড়াই সেয়ানে সেয়ানে মনে করা হচ্ছে কারণ, দুই দলই তাদের প্রথম ম্যাচে জিতে এসেছে। চেন্নাই হারিয়েছিল তাদেরই মতো পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। আরসিবি প্রথম ম্যাচে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে।

চেন্নাইয়ের ডেরায় প্রথমার্ধে ব্যাট হাতে ছাপ ফেলতে পারলেন না কোহলি। ৩০ বলে ৩১ রান করে ফেরেন। মাথিশা পাথিরানার বল হেলমেটে আছড়ে পড়েছিল তাঁর। পরের বলে হুক করে পাথিরানার বাউন্সার মাঠের বাইরে ফেললেও, নিজের ছন্দে ছিলেন না কিংগ।

তবু বোর্ডে বড় রান তুলল আরসিবি। কোহলিরা তুললেন ১৯৬/৭। টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরুতেই ঝড় তুলেছিলেন আরসিবি-র ওপেনার ফিল সল্ট। কোহলি অবশ্য শুরু থেকেই ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন।

মাত্র ৫ ওভারের ৪৫ রান তুলে নেয় আরসিবি। তবে পঞ্চম ওভারের শেষ বলে তাদের প্রথম ধাক্কা দেন নূর আমেদ। আফগান স্পিনার তুলে নেন ফিল সল্টকে। ১৬ বলে ৩২ রান করে ফেরেন ইংরেজ তারকা। যদিও উইকেটটি যতটা নূরের, ততটাই হয়তো মহেন্দ্র সিংহ ধোনিরও। নূরের গুগলি ধোঁকা দিয়েছিল সল্টকে। বিদ্যুতের গতিতে সেই বল ধরে স্টাম্প ভেঙে দেন তেতাল্লিশের ধোনি। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের দুরন্ত স্টাম্পিং করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও গ্লাভস হাতে উইকেটের পিছনে অনবদ্য মাহি।

 

মাঝের ওভারে আরসিবি-কে টানলেন দেবদত্ত পাড়িক্কল ও রজত পাতিদার। ১৪ বলে ২৭ রান করলেন দেবদত্ত। ৩২ বলে জোড়ো ৫১ রান অধিনায়ক পাতিদারের। শেষ দিকে ৮ বলে অপরাজিত ২২ রানের ঝোড়ো ইনিংস খেললেন টিম ডেভিড। যদিও শেষ লগ্নে পরপর উইকেট হারাল আরসিবি। আফগান স্পিনার নূর আমেদ নিলেন ৩৬ রানে ৩ উইকেট। নাথান এলিসের পরিবর্তে শ্রীলঙ্কার পাথিরানাকে এই ম্যাচে সুযোগ দেয় সিএসকে। ৩৬ রানে ২ উইকেট নেন তিনি। 

আরও দেখুন





Source link