NOW READING:
আইপিএলে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তন, আজ কি চেন্নাইয়ের ডেরায় করব, লড়ব, জিতব রে? লাইভ আপডেট
April 11, 2025

আইপিএলে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তন, আজ কি চেন্নাইয়ের ডেরায় করব, লড়ব, জিতব রে? লাইভ আপডেট

আইপিএলে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তন, আজ কি চেন্নাইয়ের ডেরায় করব, লড়ব, জিতব রে? লাইভ আপডেট
Listen to this article



<p><strong>চেন্নাই:</strong> এক দল এবারের আইপিএলে (IPL 2025) পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে, আর অপর দল ধারাবাহিকতার অভাবে ভুগছে। কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এই দুই দলই আজকের ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে।</p>
<p>সিএসকে পরপর নিজেদের ম্যাচে হেরেছে। দলের ভারসাম্য থেকে অধিনায়কত্ব, সব নিয়েই প্রশ্ন উঠছে। অপরদিকে, কেকেআরের মধ্যে ধারবাহিকতার অভাব দেখা যাচ্ছে। নিজেদের গত ম্যাচে ২৩৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক অজিঙ্ক রাহানে ভাল পারফর্ম করলেও ঘরের মাঠে চার রানে ম্যাচ হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। এমন পরিস্থিতিতে দুই দলই যে দুই পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে, তা কিন্তু বলাই বাহুল্য। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম দুই দলের লড়াইয়ের দিকে দর্শকরা তাকিয়ে রয়েছেন।</p>
<p>এই ম্য়াচ সংক্রান্ত না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক। মুখোমুখি লড়াইয়েই বা কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে। কী বলছে ইতিহাস?</p>
<p><strong>হেড-টু-হেড</strong></p>
<p>দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু সিএসকে বেশ খানিকটা এগিয়ে। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে সিএসকে বনাম কেকেআরের ৩২টি ম্যাচের মধ্যে ২০টিতে জয় পেয়েছে হলুদ ব্রিগেড। ১১টি জয়ের হাসি হেসেছে নাইট শিবির। এক ম্যাচ অমীমাংসিত শেষ হয়। আজকের ভেন্যু এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তো সিএসকের রেকর্ড আরও ভাল। ১১টি ম্যাচ খেলে কেকেআরের বিরুদ্ধে এই মাঠে আটটিতে জয় পেয়েছে সিএসকে। মাত্র তিনটি ম্য়াচ জিতেছে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>।&nbsp;</p>



Source link