চেন্নাই: আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত দুই অপরাজিত দলের অন্যতম হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে শনিবার অক্ষর পটেল, কেএল রাহুলদের সামনে কিন্তু কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। প্রতিপক্ষের নাম যে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
চলতি আইপিএলে সিএসকে এখনও পর্যন্ত নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি। তিন ম্যাচের মধ্যে দুইটিতে পরাজিত হয়েছে তারা। কিন্তু নিজেদের ঘরের মাঠে বরাবরই শক্তিশালী হলুদ ব্রিগেড। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু সম্ভাবনা প্রবল।
দুই দলের হেড-টু-হেডে সিএসকের দাপটই দেখা গিয়েছে। সিএসকে-দিল্লির মুখোমুখি সাক্ষাতে ৩০ বারের মধ্যে ১৯ বারই জয়ী হয়েছে হলুদ ব্রিগেড। চিপকে তো এই আধিপত্য আরও বেড়ে যায়। চিপকে নয়টি ম্যাচের মধ্যে সাতবারই সিএসকে জয়ের হাসি হেসেছে।
তবে আরসিবি কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে ঘরের মাঠে সিএসকে অপ্রতিরোধ্য নয়। ১৬ বছর পর সিএসকের ঘরের মাঠে তাদের হারিয়েছেন রজত পাতিদাররা। তাই অতীত পরিসংখ্যান দিল্লির বিপক্ষে থাকলেও, তাদের কিন্তু খুব উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আর এর জন্য কিন্তু সিএসকে তাঁদের ওপেনার ফাফ ডু প্লেসির দিকে তাকিয়ে থাকবে। দীর্ঘদিন সিএসকের হয়ে খেলায় চিপকের পিচের সঙ্গে তিনি পরিচিত। তাঁর ওপর গুরুদায়িত্ব থাকবে। নজর থাকবে দুরন্ত ছন্দে থাকা মিচেল স্টার্কের দিকে।
এই ম্যাচে আবার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দুর্ভাগ্যবশত হাতে চোট পান সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি রুতুরাজের আপডেট দিয়ে বলেন, ‘রুতুরাজ কাল খেলবে কি না, তা নির্ভর করবে ও কতটা সুস্থ হতে পারছে তার ওপর। ওর হাত এখনও ফুলে রয়েছে। তাই নেটে ও কেমন ব্যাট করতে পারছে না পারছে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’ অর্থাৎ দিল্লির বিরুদ্ধে রুতুরাজের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর জেরেই ফের একবার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সিএসকেকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
হাসি কিন্তু নিজেই মাহি সমর্থকদের আশা আরও বাড়িয়ে তুলেছেন তিনি যোগ করেন, ‘যদি ও (রুতুরাজ) না খেলতে পারে, তাহলে কে অধিনায়ক হবে, সেটা ঠিক নয় এখনও। তবে ওর বদলে একজন তরুণ উইকেটকিপারের সেই দায়িত্ব পালন করার দৃঢ় সম্ভাবনা রয়েছে।’ অনেকেই মনে করছেন হাসির এই তথাকথিত তরুণ উইকেটকিপার আর কেউ নন, বরং মহেন্দ্র সিংহ ধোনি। তাই মাহি অনুরাগী বাড়তি উদ্য়ম নিয়ে এই ম্যাচের জন্য অপেক্ষা করে থাকবেন। এবার দেখার দিল্লি নিজেদের অপরাজিত দৌড় অব্য়াহত রাখে, না সিএসকে জয়ের সরণিতে ফেরে।