NOW READING:
‘ঘরের মাঠে একেবারেই অ্য়াডভান্টেজ পাচ্ছি না আমরা’, পিচ নিয়ে এবার ক্ষুব্ধ ধোনিদের কোচ
March 29, 2025

‘ঘরের মাঠে একেবারেই অ্য়াডভান্টেজ পাচ্ছি না আমরা’, পিচ নিয়ে এবার ক্ষুব্ধ ধোনিদের কোচ

‘ঘরের মাঠে একেবারেই অ্য়াডভান্টেজ পাচ্ছি না আমরা’, পিচ নিয়ে এবার ক্ষুব্ধ ধোনিদের কোচ
Listen to this article


চেন্নাই: আইপিএলের প্রথম ম্য়াচেই নিজেদের ঘরের মাঠে হেরেছিল কেকেআর। আরসিবির বিরুদ্ধে সেদিন হারের পর নাইট অধিনায়ক রাহানে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন যে তাঁরা ইডেনের পিচ থেকে হোম অ্য়াডভান্টেজ পাচ্ছেন না। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়েছেন অনেক নাইট ক্রিকেটপ্রেমী। সোশ্য়াল মিডিয়ায়ও বারবার বিষোদগার করা হচ্ছে। এবার সেই একই ছবি ধরা পড়ল চেন্নাই সুপার কিংস শিবিরে। ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিং এবার চিপকের পিচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বিরাটদের বিরুদ্ধে চিপকে গত শুক্রবার হারার পর হোম অ্য়াডভান্টেজ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন কিউয়ি।

আরসিবির বিরুদ্ধে হারের পর চেন্নাই সুপার কিংস কোচ বলেন, ”এটা নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই চিপকে আমরা কোনও হোম অ্য়াডভান্টেজ পাচ্ছি না। এখানকার পিচ বোঝাও মাঝে মাঝে আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। আমি আগেও এই ইস্য়ুতে কথা বলেছি। কখনও কখনও আমরা জয় পেয়েছি। কখনও কখনও পিচের চরিত্র না বোঝার খেসারতও দিতে হয়েছে।”

চেন্নাই সুপার কিংসের বরাবরের শক্তি স্পিন আক্রমণ। কিন্তু ২০২৪ আইপিএলে চিপকের পিচ একেবারেই স্পিনারদের সাহায্য করেনি সেভাবে। স্পিনাররা যেখানে মাত্র ২৫ উইকেট তুলতে পেরেছিলেন, সেখানে পেসাররা ৭৪ উইকেট তুলে নিয়েছিলেন চিপকের পিচ থেকে। ফ্লেমিং বলছেন, ”এটা আর আগের চিপক নেই যেখানে আমরা চার স্পিনার খেলিয়ে দিতাম। এখানে আমাদের অনেক কষ্ট করে প্রথমে পিচের চরিত্র বুঝতে হয়। এরপর পিচ বুঝে একাদশ সাজাতে হয়। শুধু স্পিন আক্রমণেই প্রতিপক্ষের বিরুদ্ধে নামার ছক এখন আর কাজে আসে না।

এর আগে ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্য়াচের পর নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, ‘পিচ বোলিং সহায়ক হলে সেটা দেখতে ভাল লাগত। গত দেড়দিন ধরে পিচ কভারে ঢাকা ছিল। পিচে আর্দ্রতা ছিল। আমরা যখন ব্যাট করছিলাম, হ্যাজলউড পরিস্থিতি কাজে লাগিয়ে দারুণ বল করেছে। আমরা অবশ্যই চাইব স্পিন সহায়ক উইকেট পেতে। যদিও কোনও অভিযোগ করছি না। আমাদের যে দুই স্পিনার রয়েছে, সব ধরনের পিচে উইকেট তুলতে পারে। দুদিন পিচ ঢাকা থাকায় চরিত্রগত বদল হয়েছিল।’

আরও পড়ুন: আবার ভবিষ্যদ্বাণী করলেন IIT বাবা, আইপিএলে কোন দল জিতবে বললেন তিনি?

আরও দেখুন



Source link