NOW READING:
হারের হ্যাটট্রিক, দিল্লির বিরুদ্ধে হারের পর চূড়ান্ত হতাশ সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়
April 5, 2025

হারের হ্যাটট্রিক, দিল্লির বিরুদ্ধে হারের পর চূড়ান্ত হতাশ সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

হারের হ্যাটট্রিক, দিল্লির বিরুদ্ধে হারের পর চূড়ান্ত হতাশ সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়
Listen to this article


চেন্নাই: চিপকে আজ যেখানে জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস, সেখানে নাগাড়ে তিন ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। লিগ তালিকায় আট নম্বরে রয়েছে সিএসকে। ২৫ রানে পরাজিত হল হলুদ ব্রিগেড। টানা পরাজয়ের পর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) গলায় চূড়ান্ত হতাশা। 

দিল্লির বিরুদ্ধে ম্যাচ শেষে রুতুরাজ বলেন, ‘বিগত কয়েক ম্যাচ ধরে জিনিসপত্র আমাদের বিপক্ষেই যাচ্ছে। আমরা চেষ্টা করছি উন্নতি করার তবে হচ্ছে না। পাওয়ার প্লেতে আমরা বেশিই উইকেট হারিয়ে ফেলেছিলাম। বোলিং বিভাগেই ঠিকঠাক করতে পারছি না। আমরা ১৫, ২০ রান বেশি তো দিচ্ছি, পাশাপাশি বেশি পরিমাণে উইকেটও হারাচ্ছি। আমরা চেষ্টা করছি পরিস্থিতি বদলানোর, তবে হচ্ছে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছে আমরা বেশিই চিন্তা করছি। পাওয়ার প্লেতে ইতিবাচক তো খেলতে চাই, তবে বাড়তি উইকেট হারানোটাও তো চাপ। আমরা পিছিয়েই রয়েছি। আর আজকের ম্যাচে তো পাওয়ার প্লে থেকেই আমরা পিছিয়ে ছিলাম। আমাদের সকলকে একত্রিত হয়ে এই পরিস্থিতি থেকে উন্নতি করতে হবে। আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম এবং আমাদের আর একটাই ব্যাটার বাকি ছিল। দিল্লি পরিবেশকে ভালভাবেই ব্যবহার করে এবং দারুণ বোলিং করে। শিবম দুবের ব্যাটিংয়ের সময়ও তো আমরা চেষ্টা করছিলাম এগনোর, তবে হয়নি।’

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপিটালস অধিনায়ক অক্ষর। শুরুটা ক্যাপিটালসের খুব একটা ভাল হয়নি। জেক ফ্রেজার-ম্যাকগার্ক প্রথম ওভারেই খাতা খোলার আগে খলিল আমেদের বলে আউট হন। তবে অভিষেক পোড়েল ও কেএল রাহুল ইনিংস সামলে নেন। অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুইজনে। তবে পাওয়ার প্লে শেষ হতেই পোড়েলকে ৩৩ রানে আউট করেন রবীন্দ্র জাডেজা। অক্ষর পটেল নেমে শুরুটা ভাল করলেও, তিনিও ২১ রানের বেশি করতে পারেননি।

এমনকী সমীর রিজ়ভিও (২০) বড় রান পাননি। তবে অপর পক্ষে ব্যাটারদের আনাগোনার মাঝেও রাহুল টিকে থাকেন। তাঁর ক্রিজে উপস্থিতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বলাই বাহুল্য। গোটা ইনিংসটা তিনি সামলে এগিয়ে নিয়ে যান। দলকে লড়াইয়ের রসদ এনে দেন। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ইনিংসের শেষ ওভারে মাথিশা পাথিরানার বলে রাহুল যখন সাজঘরে ফেরেন, তখন তাঁর নামের পাশে লেখা ৭৭ রান। তিনি নিজের ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান। 

শেষের দিকে ট্রিস্টান স্টাবস ১২ বলে ২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এর সুবাদেই দু’শো না হলেও বেশ বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য সহজ ছিল না। তবে সেই লক্ষ্যের থেকে বেশ অনেকটাই দূরে থামতে হল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (Chennai Super Kings vs Delhi Capitals) ১৮৪ রান তাড়া করতে নেমে ১৫৮  রানে থামল সিএসকে। বিজয় শঙ্করের ৬৯ রানের ইনিংস জলে গেল। ১৫ বছর পর চিপকে সিএসকেকে হারাল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। চলতি আইপিএল মরশুমে (IPL 2025) নাগাড়ে তিন ম্যাচ জিতে আপাতত লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।

আরও দেখুন



Source link