NOW READING:
বলিউডের অভিনেতাকে কোচ করল মুম্বই ইন্ডিয়ান্স! হার্দিক-রোহিত-বুমরাদের ক্লাসও নেবেন
March 13, 2025

বলিউডের অভিনেতাকে কোচ করল মুম্বই ইন্ডিয়ান্স! হার্দিক-রোহিত-বুমরাদের ক্লাসও নেবেন

বলিউডের অভিনেতাকে কোচ করল মুম্বই ইন্ডিয়ান্স! হার্দিক-রোহিত-বুমরাদের ক্লাসও নেবেন
Listen to this article


মুম্বই: আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। যদিও গত আইপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। টুর্নামেন্ট শুরুর আগে বড় চমক দিল নীতা ও মুকেশ অম্বানির দল।

দলের কোচ হিসাবে বলিউডের এক অভিনেতাকে যুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। কে সেই অভিনেতা? জ্যাকি শ্রফ (Jackie Shroff)। মুম্বই ইন্ডিয়ান্সের ‘স্পিরিট কোচ’ হিসাবে যোগ দিলেন তিনি। একটি বিবৃতি দিয়ে যা ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টও করেছে। সেখানে জ্যাকিকে দেখা যাচ্ছে, হার্দিক, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের উৎসাহ দিচ্ছেন জ্যাকি। আর সেটা দিচ্ছেন মুম্বইয়ের চলতি ভাষায়। মুম্বই ইন্ডিয়ান্স থেকে বলা হচ্ছে, বম্বাইয়া সোয়্যাগ।

মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছে, ক্রিকেট মুম্বইয়ে শুধু একটা খেলা নয়, বরং একটা আবেগ। প্লে লাইক মুম্বই –  মুম্বইয়ের মতো খেলো – এরকম একটি প্রচারও চালানো হচ্ছে। বলা হচ্ছে, মুম্বইয়ের ডাকাবুকো মানসিকতা, সাবলীল ক্রিকেট খেলার ভঙ্গি ও যে কোনও পরিস্থিতিতে লড়াই করার মনোবল তুলে ধরতে বদ্ধপরিকর ক্রিকেটারেরা।

 


ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের সমস্ত নামী ক্রিকেটারদের বিভিন্ন নাম দিয়েছেন জ্যাকি শ্রফ। অধিনায়ক হার্দিককে তিনি ডাকছেন ভাই বলে। রোহিত শর্মাকে বলছেন বীরু। সূর্যকুমার যাদবের নামকরণ করেছেন দাদা। বুমরাকে ডাকছেন বস নামে। তিলক বর্মাকে বান্টাই নামে ডাকছেন জ্যাকি। সঙ্গে একটি ব়্যাপ অ্যান্থেমও রাখা হয়েছে। যে গানটি গেয়েছেন স্রুষ্টি তাওড়ে, সাম্বাতা ও কাম ভারি।

গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। যদিও প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন হার্দিক। মাঠেও দল ব্যর্থ হয়েছিল। আইপিএলের পয়েন্ট টেবিলে মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার হার্দিকের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর পালা তাদের। রোহিত শর্মা, যুশপ্রীত বুমরাদের সঙ্গে মিলেই দলের হৃত সম্মান ফেরানোর জন্য মরিয়া থাকবেন বঢোদরার পেসার অলরাউন্ডার, বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!

 

আরও দেখুন





Source link