লখনউ: শুক্রবার, ৪ এপ্রিল লখনউয়ে আইপিএলের (IPL 2025) একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs MI)। সেই ম্যাচের আগেই বিরাট সুখবর। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিট হয়ে নিজের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার।
কে তিনি? তিনি বাংলার তারকা ক্রিকেটার তথা আকাশ দীপ (Akash Deep)। তারকা ফাস্ট বোলারকে লখনউ আট কোটি টাকার বিরাট দামে দলে নিয়েছিল। অবশেষে তিনি ফিট হয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির পর থেকেই মাঠের বাইরে ছিলেন আকাশ দীপ। পিঠের চোটে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি চোট সারানোর জন্য কসরত করছিলেন। মহসিন খান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। ময়ঙ্ক যাদব কবে ফিরবেন, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
এমন পরিস্থিতিতে অবশেষে আকাশ দীপ দলে যোগ দেওয়ায় ঋষভ পন্থদের যে দলের শক্তি বাড়ল, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। শুক্রবার, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত। নিঃসন্দেহে লখনউ শিবিরে খানিকটা স্বস্তিও ফিরল। আকাশ দীপের দলে যোগ দেওয়ার একটি ভিডিও লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফে শেয়ার করা হয়। সেখানে আকাশ দীপকে গাড়ি থেকে নামতে দেখা যায়। তাঁকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন তাঁর লখনউ সতীর্থ মিচেল মার্শ, ডেভিড মিলাররা।
“Akash Deep is in the house” 💙 pic.twitter.com/sjA7jFAYwQ
— Lucknow Super Giants (@LucknowIPL) April 3, 2025
তবে আকাশ দীপ গত মরশুমের আইপিএলের পর থেকে একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি। ডিসেম্বরে বর্ডার-গাওস্কর ট্রফির ম্যাচ খেলার পর থেকে আর কোনওরকম ক্রিকেট খেলননি আকাশ দীপ। তাই তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে বটে। মুম্বই ম্যাচে তিনি আদৌ খেলবেন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত অবশ্য লখনউ অধিনায়ক পন্থের সময়টা ব্যক্তিগতভাবে খুব একটা ভাল কাটছে না। আইপিএলের নিলামে তাঁকেই সবচেয়ে বেশি টাকা খরচ করে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে জার্সি প্রকাশের অনুষ্ঠানেও বেশ খোশমেজাজে, হাসিখুশি দেখাচ্ছিল তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত এগােচ্ছে, ততই যেন সেই হাসি ফিকে হয়ে যাচ্ছে। তার মূলে ঋষভের নিজের পারফরম্য়ান্স ও দলের ব্যর্থতা।
তিনটি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত মাত্র ১৭ রান করতে পেরেছেন পন্থ। উইকেটের পেছনেও ভুল করেছেন। দিল্লি ম্যাচে জঘন্য স্টাম্পিং মিস করেছেন। মঙ্গলবার পাঞ্জাব ম্য়াচ হারের পর আবার আরও একটি ছবিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিছু বোঝাচ্ছেন পন্থকে। যদিও গোয়েঙ্কার মুখ দেখেই মনে হচ্ছে যে তিনি একেবারেই সন্তুষ্ট নন দল ও দলের অধিনায়কের পারফরম্য়ান্সে। তাহলে কি গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে যেমনটা হয়েছিল, এবার পন্থের সঙ্গেও তেমনটাই হবে? জবাব দেবে সময়।
আরও দেখুন