NOW READING:
পরিবারের সদস্যদের সাজঘরে ঢোকা নিষেধ, নেট ব্যবহার নিয়েও স্পষ্ট বার্তা, IPL নিয়ে BCCI-র কড়াকড়ি!
March 6, 2025

পরিবারের সদস্যদের সাজঘরে ঢোকা নিষেধ, নেট ব্যবহার নিয়েও স্পষ্ট বার্তা, IPL নিয়ে BCCI-র কড়াকড়ি!

পরিবারের সদস্যদের সাজঘরে ঢোকা নিষেধ, নেট ব্যবহার নিয়েও স্পষ্ট বার্তা, IPL নিয়ে BCCI-র কড়াকড়ি!
Listen to this article


নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) নতুন মরশুম শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। এবারের নিলামের আগে ক্রিকেটারদের জন্য বেশ কয়েকটি নিয়ম ধার্য করেছিল বিসিসিআই (BCCI)। এবারের আসন্ন মরশুমের জন্যও ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বেশ কিছু নিয়ম চালু করতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। 

কী সেই নিয়মগুলি?

  • দলের সকল খেলোয়াড়ের টিম বাসে সফর করাটা একেবারে বাধ্যতামূলক। 
  • খেলোয়াড়দের বন্ধুবান্ধব ও পরিবারের আধিকারিক তথা খেলোয়াড়দের জন্য বরাদ্দ স্থানে (PMOA) প্রবেশ নিষিদ্ধ। ম্যাচ চলাকালীন তো বটেই, ম্য়াচের আগেও এই নিয়ম লাগু হবে।
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনওভাবেই হাতকাটা জার্সি পরে যাওয়া যাবে না।

এছাড়াও রাগের মাথায় দামি জিনিসপত্রে আঘাত করা থেকে খেলোয়াড়দের বিরত থাকার জন্য সতর্ক করা হবে বলেও শোনা যাচ্ছে। গত মাসে সকল ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজারের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়মাবলীগুলি আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিকেই ইমেলের মাধ্যমে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

এখানেই কিন্তু শেষ নয়। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের বিষয়েও না না নিয়মাবলী বোর্ডের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। এক নজরে সেইসব নিয়ম। 

  • প্র্যাক্টিস করার জায়গায় দলগুলি দুইট করে নেট এবং রেঞ্জ হিটিং অনুশীলন করার জন্য সাইড উইকেটগুলির একটা পাবে। মুম্বইয়ে দুই দলই এক সময়ে অনুশীলন করলে উভয়েই দুইটি পিচ পাবে।
  • কাউকেই ওপেন নেট দেওয়া হবে না।
  • একদল আগে অনুশীলন শেষ করে ফেললে অপর দল সেই উইকেট ব্যবহার করতে পারবে।
  • তবে ম্যাচ ডের দিন কোনও ধরনের অনুশীলনের অনুমতি দেওয়া হবে না।
  • প্রধান পিচের আশেপাশে ম্যাচ ডের দিন কোনও ফিটনেস পরীক্ষা করতে দেওয়া হবে না।
  • ম্যাচ ডের মতো অনুশীলনেও খেলোয়াড়দের সাজঘরে বন্ধুবান্ধব বা পরিবারের কেউ যেতে পারবেন না। তবে স্ট্যান্ডে বসে অনুশীলন দেখতে পারবেন তাঁরা এবং মাঠেও তাঁদের আলাদাই যেতে হবে। থ্রো ডাউন এবং নেট বোলারদের তালিকা আগেই বিসিসিআইকে দিতে হবে এবং তাঁদের জন্য ম্যাচ ডে বাদে বাকি দিনের জন্য বিশেষ অনুমতিপত্র ইস্যু করা হবে।

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর জাতীয় দলে খেলা ভারতীয় ক্রিকেটারদের জন্য বোর্ডের তরফে দশ দফা নিয়মাবলী আনা হয়েছিল। এবার কিন্তু আইপিএল নিয়ে বোর্ড কড়াকড়ি করতে চলেছে, তা এই উল্লেখিত নিয়মাবলীগুলিই প্রমাণ করে দেয়।  

আরও পড়ুন: মরশুম শুরুর আগেই উদ্বেগ, ইডেনে কেকেআরের বড় ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা 

আরও দেখুন



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal