NOW READING:
আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ডাক পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের! কিন্তু কেন?
March 18, 2025

আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ডাক পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের! কিন্তু কেন?

আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ডাক পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের! কিন্তু কেন?
Listen to this article


নয়াদিল্লি: আইপিএলের অষ্টাদশ মরশুম (IPL 2025) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তবে রিপোর্ট অনুযায়ী মরশুম শুরুর আগেই দশ ফ্র্যাঞ্চাইজির দশ অধিনায়ককে বিসিসিআইয়ের (BCCI) প্রধান কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সব ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারদেরও হাজির থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এই ডেকে পাঠানোর কারণটা ঠিক কী?

রিপোর্ট অনুযায়ী, আগামী ২০ মার্চ, বৃহস্পতিবার বোর্ডের কার্যালয়ে সকল অধিনায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আইপিএল কমিটি এবং বিসিসিআইয়ের তরফে ইমেল মারফৎ এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দুপুরের দিকে এই বৈঠকটি আয়োজিত হবে বলে খবর। শোনা যাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ও প্রতিনিধিদের এবারের আইপিএলের রদবদলগুলির বিষয়ে অবগত করাতেই মূলত এই বৈঠক আয়োজন করা হয়েছে। এক ঘণ্টার বৈঠক হলেও, গোটা অনুষ্ঠানটি চার ঘণ্টা ব্যাপী চলবে বলে শোনা যাচ্ছে। 

এক ঘণ্টার বৈঠকের পর বাকি তিন ঘণ্টা ঠিক কী করা হবে? খবর অনুযায়ী এই বৈঠকের পরেই ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের একসঙ্গে ছবি তোলা হবে। সাধারণত প্রথম ম্যাচ যেখানে আয়োজিত হয়, সেখানেই এই প্রাক টুর্নামেন্ট ফটোশ্যুটটি করা হয়। সেই অনুযায়ী এবারে মরশুমের আগে ফটোশ্যুটের জন্য অধিনায়কদের কলকাতায় জড়ো হওয়ার কথা। কলকাতা নাইট রাইডার্স গত বারের চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ ও ফাইনাল ইডেন গার্ডেন্সেই আয়োজিত হবে। সেইমতো ফটোশ্যুটও সেখানেই হওয়ার কথা। তবে এবার সেই নিয়মে বদল ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

অধিনায়কদের ফটোশ্যুট হচ্ছে না, তবে ২২ মার্চ কেকেআর ও আরসিবির ম্যাচ দিয়েই এবারের আইপিএল শুরু হতে চলেছে। কিন্তু সেই ম্যাচ নিয়েও সংশয়। বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার – তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। শনিবার সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর বনাম আরসিবি ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। শেষমেশ সেই আশঙ্কা সরিয়ে ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কি না, সেইদিকে সকলেরই নজর থাকবে।  

আরও পড়ুন: ৪৩-ও তাক লাগাচ্ছেন ধোনি, মাহির ফিটনেস দেখে স্তম্ভিত হরভজনও 

আরও দেখুন



Source link