‘নতুন বুমরা, হার্দিকরাই উঠে আসবে মুম্বই শিবির থেকে’, নিলামের পর বার্তা নীতা আম্বানির

Estimated read time 1 min read
Listen to this article


মুম্বই: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বেই আগামী মরশুমে ফের আইপিএলে (IPL 2025) খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত মরশুমে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে থেকে শেষ করেছিল পাল্টানরা। দলের অন্দরমহলেও কিছু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও শেষ মুহূর্তে চলতি বছরে নিলামের আগে রিটেনশনের তালিকাতে হার্দিক ছাড়াও ছিলেন রোহিত, সূর্যকুমার, বুমরার মত অভিজ্ঞরা। ছিলেন তিলক ভার্মার মত তরুণ মুখও। নিলাম থেকেও অনেক পুরনো প্লেয়ারকে ফের দলে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা অনেক নতুন মুখকেও দেখা যাবে আইপিএলে মুম্বইয়ের জার্সিতে। 

নিলামের দল নিয়ে সন্তুষ্ট মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি বলছেন, ”মুম্বই ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য বরাবরই এক থাকে। নতুন ও তরুণ প্লেয়ারদের আরও পেশাদার করে তোলা ও সঠিক পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ করে দেওয়া। যাতে তারা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠতে পারে। বুমরা, হার্দিক, তিলক, রমনদীপরা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলে পরিচিত লাভ করে দেশের জার্সিতে নিজেদের জায়গা তৈরি করেছে। এবারও নিলামে আমরা এমন অনেক মুখ তুলে নিয়ে এসেছি, যাঁরা পরবর্তীতে দেশের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে। তালিকায় রবিন মিঞ্জ, নমন ধীর, অশ্বিনি কুমার, রাজ অঙ্গদ বাওয়ার মত মুখ রয়েছে।”

 


নীতা আরও বলেন, ”আমরা অনেক পুরনো প্লেয়ারদেরও দলে ফের নিয়ে এসেছি। ট্রেন্ট বোল্ট তাঁদের মধ্যে অন্যতম। ওঁর অভিজ্ঞতা একটা বিশাল সম্পদ হবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির জন্য। এছাড়াও বিদেশিদের মধ্যে মিচেল স্য়ান্টনার, আল্লাহ গাজনফর, রায়ান রিকেলটনরা আছে।”

উল্লেখ্য, আগামী মরশুমে হার্দিককে ছাড়াই প্রথম ম্য়াচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। আসলে, ২০২৪ সালে অর্থাৎ চলতি বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্য়াচে একটি ভুল করেছিলেন হার্দিক। যার জন্য় তাঁকে এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল। ফলে আগামী মরশুমে মুম্বইয়ের প্রথম ম্য়াচে বঢোদরার অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামবে মুম্বই শিবির। হার্দিক মুম্বইয়ের অধিনায়ক। তিনি চলতি বছর আইপিএলে মুম্বইয়ের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় নির্ধারিত সময়মত ২০ ওভার পূরণ করতে পারেননি। এরপরই আইপিএলের গর্ভনিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৩০ লক্ষ টাকা জরিমানা ও অধিনায়ক হার্দিককে এক ম্য়াচের জন্য নির্বাসিত করা হয়েছে। এই বছরে নিজেদের লিগ পর্যায়ে মুম্বই শেষ ম্য়াচ খেলেছিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours