<p><strong>লখনউ:</strong> গতকাল এক লো স্কোরিং ম্য়াচের সাক্ষী থেকেছিল <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>। নতুন বলেই <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>কে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপরে সহজেই জিতে নিয়েছিল ম্যাচ। আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে শুরুর দিকে মনে হচ্ছিল। নতুন বলে প্রথম পাঁচ ওভারেই লখনউ সুপার জায়ান্টস তিন উইকেট হারিয়ে ফেলেছিল। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিডল অর্ডারের দুরন্ত ব্য়াটিংয়ে লড়াইয়ে রসদ পেল লখনউ।</p>
<p>নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান তুলল লখনউ। সৌজন্যে মূলত নিকোলাস পুরান, আয়োষ বাদোনি এবং আব্দুল সামাদ। অর্শদীপ সিংহ ১৮তম ওভারে ২০ রান খরচ করলেও, শেষ ওভারে দুরন্তভাবে ফিরে এলেন। বিশতম ওভারে মাত্র সাত রান দিয়ে নিলেন দুই উইকেট। ম্যাচে মোট তিনটি সাফল্য এল তাঁর ঝুলিতে। লখনউয়ের এই পিচে এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এখন সেটাই দেখার বিষয়। </p>
Source link
অর্শদীপের দুরন্ত বোলিং সত্ত্বেও পুরান, বাদোনির লড়াইয়ে ১৭১ রান তুলল লখনউ সুপার জায়ান্টস
