নয়াদিল্লি: আইপিএলের সর্বকালের সফলতম ক্রিকেটারদের অন্যতম তিনি। বর্তমানে টুর্নামেন্টের (IPL 2025) ধারাভাষ্য দলের অংশ। তবে ধারাভাষ্য দেওয়ার সময় আম্বাতি রায়াডু (Ambati Rayudu) প্রবল সমালোচনার শিকার হয়েছে। সিএসকে এবং বিশেষ করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) প্রতি তাঁর পক্ষপাতের জেরে তিনি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। এতদিন এই নিয়ে কিছু না বললেও, রায়াডু এবার সমালোচনার জবাব দেওয়ার জন্য সোশ্য়াল মিডিয়াকেই বেছে নিলেন।
সমালোচকদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রায়াডু সোশ্যাল মিডিয়া একেবারে খোলাখুলি নিজেকে ধোনি-অনুরাগী বলে দাবি করে লেখেন, ‘আমি থালা (ভালবেসে ধোনিকে সিএসকে সমর্থকদের দেওয়া নাম) ভক্ত ছিলাম, আমি থালা ভক্ত রয়েছি এবং আজীবন থালা ভক্তই থাকব। কে কী বলল বা ভাবল, তাতে এক শতাংশও যায় আসে না। তাই দয়া করে পিআরের জন্য অর্থ খরচ না করে সেটাকে সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করুন। অনেক দুঃস্থ মানুষ তাতে সাহায্য পাবেন।’
I was a Thala’s fan
I am a Thala’s fan
I will always be a Thala’s fan.No matter what anyone thinks or does. It will not make a one percent difference.
So please stop spending money on paid pr and donate that to charity. Lot of underprivileged people can benefit.
— ATR (@RayuduAmbati) April 10, 2025
শুধু সমর্থক নয়, নভজ্যোৎ সিংহ সিন্ধুরও কটাক্ষের শিকার হন রায়াডু। দিনকয়েক আগেই ধারাভাষ্য দেওয়ার সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঙ্গে কথা কাটাকাটিকতেও জড়ান তিনি। তারপরেই তাঁর তরফে এহেন পোস্ট আসল। তবে রায়াডু কিন্তু সাম্প্রতিক অতীতে এও মেনে নিয়েছেন যে অনেক সময় বাড়তি ধোনি ফ্যানডম দলের বাকিদের জন্য বেশ সমস্যারই হয়ে যায়।
তিনি বলেন, ‘এই বিষয়টা বহুদিন ধরেই চলে আসছে এবং অনেক খেলোয়াড়রাও এই বিষয়টা অনুভব করেছেন। এই নিয়ে কেউই কোনদিন কিছু প্রকাশ্যে বলেননি। সকলেই আমরা এমএস ধোনিকে ভালবাসি। তবে ভিতর ভিতর এই বিষয়টা কাজ করে। অনেক সময় তো ব্যাট করতে নামার সময় মনে হয় যে ওঁরা (সমর্থকরা) চাইছেন যে আমরা যাতে আউট হই বা আশা করছেন যে আমরা যাতে আউট হয়ে যাই। কারণ ওঁরা ধোনিকে ব্য়াট করতে দেখতে চান। গোটা বিষয়টাই খুব আজব এবং আমার মতে এটা খেলার জন্য খুব একটা ভাল নয়। বাকি সকলেও তো খেলছেন, দলের হয়ে নিজের সেরা দিতে চাইছেন।’
তবে তিনিও যে সমর্থকদের মতোই একজন ধোনি-অনুরাগী, তা কিন্তু স্পষ্টই জানিয়ে দিচ্ছেন ভারতীয় প্রাক্তনী।
আরও দেখুন