বিশাখাপত্তনম: আশঙ্কা ছিলই । শেষ পর্যন্ত তাতেই পড়ল সিলমোহর । আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে খেলছেন না কে এল রাহুল । তাঁকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস । লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও নেই রাহুল ।
কিন্তু কী হয়েছে রাহুলের? তাঁর কি চোট রয়েছে?
ঘটনা হচ্ছে, রাহুল ফিট । তবে ব্যক্তিগত কারণেই তিনি খেলতে পারছেন না নিজের পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে । শোনা যাচ্ছে, সন্তানসম্ভবা স্ত্রী আথিয়া শেট্টির পাশে থাকতেই তিনি ছুটি নিয়েছিলেন । রাতের দিকে রাহুল নিজেই অবশ্য জানিয়ে দিলেন, কেন তিনি খেলতে পারছেন না । ঘর আলো করে এসেছে অতিথি ।
আইপিএল শুরুর আগে থেকে আচমকা শোনা যাচ্ছিল যে, দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের শুরুর দিকে নেই রাহুল । যাঁকে ১২ কোটি টাকায় নিলামের টেবিল থেকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস । শোনা যাচ্ছিল, আইপিএলের শুরুর দিকে খেলবেন না রাহুল । এবং সেই সম্ভাবনার কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি । জানিয়েছিলেন, রাহুল আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন ।
হিলি জানিয়েছিলেন, রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি সন্তানসম্ভবা । সন্তান জন্মানোর সময় আথিয়ার পাশে থাকতে চান রাহুল । হিলি জানিয়েছেন, হ্যারি ব্রুক না থাকায় রাহুল হতে পারতেন দিল্লির আদর্শ বিকল্প । কিন্তু প্রথম ২-৩টি ম্যাচে রাহুল খেলতে না পারলে তাঁর পরিবর্ত এখন থেকেই ভেবে রাখতে হবে দিল্লিকে । হিলির সেই দাবিতেই সিলমোহর পড়ল সোমবার ।
রাতের দিকে রাহুল নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন যে, তিনি বাবা হয়েছেন । তাঁর ও আথিয়ার কন্যাসন্তান হয়েছে ।
সোমবার আইপিএলে (IPL 2025) মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপারজায়ান্টস (DC vs LSG)। যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল কে এল রাহুল ও ঋষভ পন্থেরও। গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। যদিও দল ট্রফির দৌড় থেকে ছিটকে যাওয়ার পর মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, তিনি এমন ক্রিকেটার চান যাঁর মধ্যে জেতার মানসিকতা থাকবে। স্পষ্টতই ইঙ্গিত করেছিলেন রাহুলকে। লখনউ ছেড়ে এই মরশুমে দিল্লিতে যোগ দিয়েছেন রাহুল। আবার দিল্লি ক্যাপিটালসের গত মরশুমের অধিনায়ক পন্থ এবার লখনউয়ের অধিনায়ক। যদিও রাহুল না খেলায় শেষ পর্যন্ত সেই লড়াই হল না।
আরও দেখুন