# Tags
#Blog

আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার

আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার
Listen to this article


মুম্বই: আইপিএলে (IPL 2025) পাঁচবারের চ্যাম্পিয়ন দল। যদিও গত মরশুমটা ভাল কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়ার পর মুখ থুবড়ে পড়েছিল মুকেশ ও নীতা অম্বানির দল।

এবার আইপিএল শুরু হতে আর মাস দেড়েক বাকি। তার আগেই বিরাট ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা।

আল্লাহ গজনফর (Allah Ghazanfar)। আফগানিস্তানের ১৮ বছরের তরুণ ক্রিকেটারকে অন্তত পক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি। যে কারণে চার মাস মাঠের বাইরে কাটাতে হবে তরুণ লেগস্পিনারকে। আইপিএলেও তাঁর খেলার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের নেপথ্যে বাঙালি কোচ, কীভাবে তৈরি হয়েছিল মুকুটরক্ষার নকশা?

১৮ বছরের রহস্য স্পিনার গজনফরকে ৪ কোটি ৮০ লক্ষ টাকার বিরাট মূল্যে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের দলের নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন তিনি। তবে গজনফর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোটে। রিজার্ভে ছিলেন তিনি। খারোটে চলে এলেন মূল দলে। এখনও অবধি দেশের হয়ে সাতটি ওয়ান ডে ও ছ’টি টি-২০ ম্যাচ খেলেছেন ২০ বছরের খারোটে।

 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জিম্বাবোয়ে সফরে চোট পেয়েছিলেন গজনফর। ক্রিকেট আফগানিস্তান এক্স হ্যান্ডলে লিখেছে, ‘পিঠে একটা ফ্র্যাকচারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না গজনফর। জিম্বাবোয়ে সফরে চোটটা পেয়েছিলেন গজনফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।’ যার অর্থ, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে

আরও দেখুন





Source link

Virat Kohli | India vs England 3rd ODI: ফর্মে ফিরেই কোহলির বিরাট ইতিহাস, ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন…

Virat Kohli | India vs England 3rd

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal