# Tags
#Blog

চোটের জন্য রঞ্জি ট্রফিতে খেলেননি, আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন বাংলার দুই ক্রিকেটার

চোটের জন্য রঞ্জি ট্রফিতে খেলেননি, আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন বাংলার দুই ক্রিকেটার
Listen to this article


লখনউ: তাঁরা বাংলা দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। ভারতীয় দলেও খেলেছেন। তবে চোট আঘাতে জর্জরিত ছিলেন। চোটের জন্যি ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি। বাংলার জার্সিতে রঞ্জি ম্যাচে (Ranji Trophy) মাঠে দেখা যায়নি দুজনকেই। 

তবে আইপিএল (IPL 2025) দলের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন সেই আকাশ দীপ ও শাহবাজ আমেদ। একানা স্টেডিয়ামে প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দুই ক্রিকেটার।

আকাশ দীপ পেসার। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফির ভারতীয় দলে ছিলেন। টেস্টে খেলেওছেন। তবে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পরই জানা যায় যে, আকাশের চোট রয়েছে। তিনি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেললেনি। তিনি না থাকায় বাংলা দল অনেক দুর্বল হয়ে পড়েছিল বলে একাধিকবার জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও।

আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ

শাহবাজ আমেদ অলরাউন্ডার। ব্যাট হাতে বিধ্বংসী। বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারেন। বাংলা দলে তাঁকে ক্রাইসিস ম্যান বলা হয়। দলের স্কোর ৭০/৫ কিংবা ১২০/৭ হয়ে যাওয়ার পরেও ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে অনবদ্য ক্রিকেট খেলে একাধিকবার বাংলাকে উদ্ধার করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের টুর্নামেন্টে খেলার পরই তাঁর অস্ত্রোপচার হয়। ফলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির পরের পর্বে আর দেখা যায়নি শাহবাজকে।

২১ মার্চ থেকে শুরু হবে পরের আইপিএল। হাতে আর মাস দেড়েক সময়। এই সময়টা কাজে লাগাতে তৎপর সব দলই। নিজেদের মতো করে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে অনেক দলই। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রস্তুতি শিবির শুরু করেছে এলএসজি-ও। সেই শিবিরেই দেখা গেল আকাশ ও শাহবাজকে।

 


যদিও সোশ্যাল মিডিয়ায় দুই ক্রিকেটারকে নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। কারও কারও মতে, আইপিএল এলেই এঁরা ফিট হয়ে যান। কিন্তু ঘরোয়া ক্রিকেটের ম্যাচে খেলতে আগ্রহ দেখান না। যদিও ভারতীয় বোর্ডের কর্তারা এখন এ নিয়ে অনেক কড়াকড়ি করেছে। ফিট থাকলে খেলা কার্যত বাধ্যতামূলক।

আরও পড়ুন: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal