# Tags
#Blog

ভেঙ্কটেশ আইয়ার নন, কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে বিরাটের একসময়ের ডেপুটিই

ভেঙ্কটেশ আইয়ার নন, কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে বিরাটের একসময়ের ডেপুটিই
Listen to this article


কলকাতা: গত মরশুমে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কেকেআর (Kolkata Knight Riders) আইপিএল চ্যাম্পিয়ন (IPL Champion) হয়েছিল। কিন্তু এবার ডানহাতি ব্যাটারকে দলেই রাখেনি নাইট শিবির। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে আদৌ কে তবে কেকেআরের দায়িত্বভার সামলাবেন? নিলাম থেকে ২৩ কোটির বেশি অঙ্কে বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়েছে দল। সবাইকে যা কিছুটা চমকেই দিয়েছিল। এত অঙ্কে কেন বেঙ্কটেশকে দলে নেওয়া হল, তা নিয়েই নানা মুনির নানা মত ছিল। তবুও অনেকেই মনে করছিলেন সেক্ষেত্রে হয়ত আগামী মরশুমে বেঙ্কটেশ আইয়ারকেই নেতৃত্বভার দেওয়া হবে। তার কারণ মধ্যপ্রদেশের অলরাউন্ডার দীর্ঘদিন ধরে কেকেআর দলের সদস্য। তিনি দলের অন্দরমহলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে দারুণভাবে মিলে যেতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু সূত্রের খবর, বেঙ্কটেশ নন। কেকেআরের আগামী মরশুমে অধিনায়ক হতে পারেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। এবারের নিলাম থেকে তারকা অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। আর তিনিই নাকি অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন। 

অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড বেশ ঈর্ষণীয়। দেশের জার্সিতে তো নেতৃত্ব দিয়েইছেন। এমনকী আইপিএলেও দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিভিন্ন ফর্ম্য়াটে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নেতৃত্বভার সামলেছেন। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জিতেছেন। ২০১৮, ২০১৯ মরশুমে রাজস্থান রয়্যালসকে আইপিএলে নেতৃত্ব দিয়েছিলেন। 

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্দরমহলের এক সূত্র জানিয়েছেন, ”হ্যাঁ, এটা ঠিক যে রাহানেই এই মুহূর্তে অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে। প্রায় ৯০ শতাংশ তিনিই হবেন। কেকেআর নিলামে ওঁকে নিয়েওছে এই জন্যই, যাতে অধিনায়কত্বের ব্যাটন ওঁর কাঁধে দেওয়া যায়। বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। নিলামের পর মধ্যপ্রদেশের তরুণ অলরাউন্ডারকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ”আমি সবসময় মনে করি নেতৃত্বের চাপ একটা বড় দায়িত্ব। কিন্তু অধিনায়ক হিসেবে এমন একটা পরিবেশই গড়ে তুলতে হবে, যাতে সেই পরিবেশে সবাই খোলা মনে খেলতে পারে। দলের জন্য নিজেদের অবদান রাখতে পারে। যদি আমাকে এই দায়িত্ব দেওয়া হয়, আমি ভীষণ খুশি হব ও দলের আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব।” তবে আপাতত যা শোনা যাচ্ছে রাহানে অধিনায়ক ও বেঙ্কটেশ সহ অধিনায়ক হতে পারেন।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal