সন্দীপ সরকার, কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে (Eden Gardens) আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে পরাজয়ের পরই হইচই বেঁধে গিয়েছিল অজিঙ্ক রাহানের একটি মন্তব্যে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন, তাঁরা আশা করেছিলেন ইডেনের পিচে বল আরও ঘুরবে।
যা জানাজানি হওয়ার পর প্রবল বিতর্ক শুরু হয়ে যায়। কেকেআর সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েন। দাবি করেন, ঘরের মাঠে পছন্দের পিচ পাচ্ছে না কেকেআর। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও সাফ জানিয়ে দেন, তাঁর কাছে কেকেআরের তরফ থেকে কোনও অনুরোধ আসেনি। পাশাপাশি উইকেটের চরিত্র রাতারাতি বদল সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।
পরে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরের দফায় দফায় বৈঠক, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পিচ তৈরির আগে নাইট শিবিরের সঙ্গে আলোচনা, কম ঝড় যায়নি।
হায়দরাবাদকে হারালেও ঘরের মাঠে মরশুমের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয় হজম করতে হল কেকেআরকে। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রানে হারতে হল লখনউ সুপার জায়ান্টসের কাছে। ২৩৮/৩ স্কোর তাড়া করতে নেমে ২৩৪/৭-এ আটকে গেল। জিতলে ইতিহাস হতো কেকেআরের। কারণ, আইপিএলে এত বেশি রান তাড়া করে কখনও জেতেনি শাহরুখ খানের দল।
রান তাড়া করতে নেমে রাহানে ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ম্যাচ হারার পরে তিনি ভূয়সী প্রশংসা করলেন ইডেনের বাইশ গজের। যা শুনে অনেকে হতবাক। রাহানে বললেন, ‘সত্যিই একটা হাড্ডাহাড্ডি খেলা হল। আমি টসের সময়ই যেমন বলেছিলাম, ৪০ ওভার জুড়েই উইকেট ভাল ছিল। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। দারুণ একটা ম্যাচ হয়েছে। শেষ পর্যন্ত আমরা মাত্র ৪ রান কম করলাম। ২৩০-এর বেশি রান তাড়া করতে নামলে উইকেট হারাতে হয়।’
এরপরই রাহানে বলেন, ‘ব্যাট করার জন্য ইডেনের এই পিচ অন্যতম সেরা। খুব ভাল উইকেট ছিল। ব্যাটারদের থিতু হতে একটু সময় লেগেছে।’ যোগ করেন, ‘আমাদের যে বোলিং আক্রমণ রয়েছে, আমরা আমাদের মাঝের ওভারগুলো খুব ভালভাবে নিয়ন্ত্রণ করি। সুনীল নারাইনকে বল হাতে একটু বেগ পেতে হয়েছে। সুনীল এবং বরুণ সাধারণত মাঝের ওভারগুলিতে আধিপত্য বিস্তার করে। তবে আজ বোলারদের পক্ষে কঠিন পরিস্থিতি ছিল।’
তবে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে পিচ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাহানে। বলেছেন, ‘পিচ নিয়ে আমি কিছু বললে হইচই শুরু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ভরে যাবে। তাই আমি কোনও মন্তব্য করব না। আপনারা যা মনে হয় লিখতে পারেন। আমার কিছু বলার থাকলে আইপিএল কমিটি বা বোর্ডকে বলব।’ কীসের ইঙ্গিত দিলেন নাইট অধিনায়ক?
আরও দেখুন