NOW READING:
টুর্নামেন্ট শরুর আগেই বড় সিদ্ধান্ত, সরকারি বিবৃতি দিয়ে ঘোষণা আইপিএল কর্তৃপক্ষের
March 22, 2025

টুর্নামেন্ট শরুর আগেই বড় সিদ্ধান্ত, সরকারি বিবৃতি দিয়ে ঘোষণা আইপিএল কর্তৃপক্ষের

টুর্নামেন্ট শরুর আগেই বড় সিদ্ধান্ত, সরকারি বিবৃতি দিয়ে ঘোষণা আইপিএল কর্তৃপক্ষের
Listen to this article


মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ (IPL 2025)। মেগাটুর্নামেন্টের আগে প্রতি বছরই সব দলের অধিনায়করা একত্রিত হন। এবারও তেমনটা হয়েছে। তবে বৃহস্পতিবার, ২০ মার্চ বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে এবারের সাক্ষাতে অবশ্য অধিনায়কদের পাশাপাশি দশ ফ্র্যাঞ্চাইজিদের ম্যানেজারদেরও ডাকা হয়েছিল। সেখানেই এক বৈঠকের পর আসন্ন মরশুম নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলি টুর্নামেন্ট শুরুর আগেই আইপিএল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল।

আসন্ন আইপিএলে মূলত চারটি নতুন নিয়ম চালু হচ্ছে বা তাতে পরিবর্তন ঘটানো হয়েছে। কী কী সেগুলি? আন্তর্জাতিক ক্রিকেটে বলে কোনও রকমের থুতু বা ঘাম লাগানোয় নিষেধাজ্ঞা রয়েছে, তবে আইপিএল থেকে তা সরে যাচ্ছে। ম্যাচে এক ইনিংসে একাধিক বলের ব্যবহার, নতুন কোড অফ কনডাক্ট এবং ডিআরএসে উচ্চতার জন্য নো বলের সংযোজন।

 

আরও দেখুন





Source link