হায়দরাবাদ: নিজামের শহরে শনিবার তিনিই সম্রাট। ৪০ বলে সেঞ্চুরি। ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রেকর্ড গড়লেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পঞ্জাব কিংসের ২৪৬/৫ স্কোর ৯ বল বাকি থাকতেই পেরিয়ে গেল হায়দরাবাদ।
অভিষেকের শনিবারের ইনিংসই আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তাঁর সামনে শুধু ক্রিস গেল ও ব্রেন্ডন ম্যাকালাম। ক্রিস গেলের ১৭৫ নট আউট ও ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ নট আউটের পরেই শনিবারের এই ইনিংস।
রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ১৩তম ওভারের শেষ বলে যুজবেন্দ্র চাহালের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। তারপরই হেলমেট খুলে ফেলে সেলিব্রেট করেন। পকেট থেকে একটি চিরকূট বার করে ক্যামেরার দিকে দেখাতে থাকেন অভিষেক।
কী লেখা ছিল সেই চিরকূটে? দিজ ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। এই সেঞ্চুরি অরেঞ্জ আর্মির জন্য। হায়দরাবাদের সমর্থকদের অরেঞ্জ আর্মি বলা হয়। অভিষেক রান পাচ্ছিলেন না। হায়দরাবাদও ম্যাচ হারছিল। টানা চার ম্য়াচে হারে গতবারের ফাইনালিস্টরা। এবার অভিষেক যেন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। সেই কারণেই সেঞ্চুরির পর সমর্থকদের উদ্দেশে বার্তা।
ম্যাচের সেরা হওয়ার পর যুবরাজ সিংহকেও কৃতিত্ব দিলেন অভিষেক। বললেন, ‘যুবি পাজিকে বিশেষ ধন্যবাদ। আমি কথা বলছিলাম যুবি পাজির সঙ্গে। সূর্যকুমার যাদবও সাহায্য করেছে। সব সময় পাশে থেকেছে।’
এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন অভিষেকের বাবা-মা। অভিষেক বলেন, ‘গোটা দল ও অরেঞ্জ আর্মি আমার বাবা-মায়ের জন্য অপেক্ষা করেছিল। ওরা দলের জন্য সৌভাগ্যের প্রতীক।’
পঞ্জাব কিংস (SRH vs PBKS) প্রথমে ব্যাট করে ২৪৫/৬ তোলার পর মনে হয়েছিল, এই রান তাড়া করা দুষ্কর। কিন্তু অসাধ্য সাধনের জেদ নিয়ে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টুর্নামেন্টে প্রথমবার জ্বলে উঠল ট্র্যাভিষেক জুটি। ১২.২ ওভারে ১৭১ রান যোগ করলেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৬ রান করে ফিরলেন হেড।
যদিও থামার লক্ষ্মণ দেখাননি অভিষেক। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি। ৪০ বলে সেঞ্চুরি। অর্শদীপ সিংহের বলে যখন আউট হয়ে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৫৫ বলে ১৪১ রান। ম্যাচ তখন হায়দরাবাদের হাতের মুঠোয়। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাল। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল হায়দরাবাদ।
আরও দেখুন