NOW READING:
ভারতীয় দল থেকে মাত্র ৮ মাসে ছাঁটাই! খবর ফাঁস হতেই চাকরিতে ফেরাল কেকেআর
April 19, 2025

ভারতীয় দল থেকে মাত্র ৮ মাসে ছাঁটাই! খবর ফাঁস হতেই চাকরিতে ফেরাল কেকেআর

ভারতীয় দল থেকে মাত্র ৮ মাসে ছাঁটাই! খবর ফাঁস হতেই চাকরিতে ফেরাল কেকেআর
Listen to this article


কলকাতা: ভারতীয় দলে তাঁর চাকরি ছিল মাত্র ৮ মাস! এত কম সময়ে টিম ইন্ডিয়া থেকে কোনও কোচকে ছেঁটে ফেলা হয়েছে, ইতিহাস হাতড়েও সেরকম নজির বড় একটা পাওয়া যাবে না।

তবে যদি কেউ ভেবে থাকেন যে, অভিষেক নায়ারকে নিয়ে নাটকের এখানেই ইতি, তা হলে তিনি দশে শূন্য পেলেন। কারণ, ভারতীয় দল থেকে ছাঁটাইয়ের খবর জানাজানি হওয়ার পরের দিনই তাঁকে বহাল তবিয়তে চাকরিতে ফিরিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। গত বছরও যে দলের ব্যাটিং সহকারী হিসাবে কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে। গত আইপিএলে চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপরই নাইটদের মেন্টর গম্ভীরকে কোচ হিসাবে নিযুক্ত করে ভারতীয় দল। গৌতি টিম ইন্ডিয়ার হেডস্যর হওয়ার পরই পার্শ্বশিক্ষক করে নিয়ে গিয়েছিলেন নায়ারকে। তার আট মাসের মধ্যে ছাঁটাই!

অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগ। তিনি নাকি দলের খবর সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছেন! এমনকী, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে নাকি মানসিক দূরত্বও তৈরি হয়েছিল। তাই ছক ভেঙে মাত্র আট মাস পরই ভারতীয় দল থেকে বাতিল করা হয়েছে মুম্বইয়ের ক্রিকেটারকে।

আর তারপরই রীতিমতো নায়কের সম্মান দিয়ে তাঁকে ফেরানো হল শাহরুখ খান-জুহি চাওলার দলে। যেন বুঝিয়ে দেওয়া হল, খারাপ সময়ে আইপিএল চ্যাম্পিয়নরা তাঁকে ভোলেনি। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে ঘোষণা করা হল অভিষেকের দলে যোগ দেওয়ার খবর। লেখা হল, ‘বাড়িতে স্বাগত অভিষেক নায়ার।’

 

অভিষেক যে নাইট শিবিরে ফিরতে পারেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। কেকেআরের তারকা স্পিনার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক নায়ারের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে নায়ার ও বরুণ, উভয়ই কেকেআরের জার্সি পরে রয়েছেন। এরপরেই অভিষেক নায়ারের কেকেআরে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়।

শনিবার আনুষ্ঠানিকভাবে কেকেআরের সহকারী কোচের পদে দায়িত্ব নিলেন নায়ার। সন্ধ্যায় নেমে পড়লেন ইডেনে।

শোনা যাচ্ছে শুধু অভিষেক নায়ার নন, ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেসাইকেও ছেঁটে ফেলা হয়েছে। নায়ারের জায়গায় কাউকে নিয়োগ করা হবে না কারণ ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সঙ্গে রয়েছেন। অন্যদিকে, দিলীপের কাজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দেখবেন। 

আরও দেখুন





Source link