# Tags
#Blog

মেজাজ হারিয়ে স্ক্রিনে আঘাত হেনেছিলেন ধোনি! ভুয়ো খবর বলে হরভজনের দাবি খর্ব করলেন CSK ফিজিও

মেজাজ হারিয়ে স্ক্রিনে আঘাত হেনেছিলেন ধোনি! ভুয়ো খবর বলে হরভজনের দাবি খর্ব করলেন CSK ফিজিও
Listen to this article


নয়াদিল্লি: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মন্তব্যে বেশ খানিকটা হইচই ফেলে দিয়েছিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। তাঁর দাবি অনুযায়ী ‘ক্যাপ্টেন কুল’ নাকি আইপিএল ২০২৪ (IPL 2024) সালে সিএসকে বনাম আরসিবি ম্যাচ শেষে মেজাজ হারিয়েছিলেন। হরভজনের দাবি অনুযায়ী মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নাকি আরসিবি ম্য়াচ শেষে সাজঘরের ঢোকার আগে স্ক্রিনে ঘুষি মারেন। তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন টমি সিমসেক।    

‘ক্যাপ্টেন কুল’ হিসাবে পরিচিত ধোনিকে সবাই শান্ত, শিষ্ট ক্রিকেটার হিসাবেই চেনেন। কোনও পরিস্থিতিতেই, কোনও ক্ষেত্রে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাননি তিনি। তবে সেই চেনা পরিচিত ছবির পরিপন্থী এক দাবি করেন প্রাক্তন ভারতীয় তথা সিএসকে ক্রিকেটার হরভজন। 

একের পর এক ম্যাচ হারার পরেও হঠাৎই ফর্ম ফিরে পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে তখন আইপিএলে প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ। অপরদিকে, ফর্ম হারিয়ে ফেলা সিএসকেও রয়েছে দৌড়ে। এমন পরিস্থিতিতে আরসিবি বনাম সিএসকে ম্যাচ আইপিএল প্লে-অফে পৌঁছনোর কার্যত নক আউট ম্যাচ হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে হলুদ ব্রিগেডকে হারিয়ে আরসিবি প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে। আরসিবি খেলোয়াড়রা উচ্ছ্বাসে ভাসেন। আরসিবি তারকাদের উচ্ছ্বাসের চোটে তখন আর কিছু মনেই নেই।

ম্যাচ শেষে ধোনি হাত মেলানোর জন্য প্রাথমিকভাবে সবার সামনে থাকলেও, তিনি কিছুক্ষণ পরে সাজঘরের দিকে ফিরে যান। তখনই নাকি ধোনি এক স্ক্রিনে ঘুষি মারেন। হরভজন বলেছিলেন, ‘আমি ওপর থেকে গোটা বিষয়টা দেখছিলাম। সিএসকে খেলোয়াড়রা হাত মেলানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিবেন। আরসিবি খেলোয়াড়রা যতক্ষণে হুল্লোড় শেষ করেন, ততক্ষণে ধোনি সাজঘরে ফিরে গিয়েছেন। সাজঘরে ঢোকার আগে যে স্ক্রিনটা থাকে ওটায় ও ঘুষি মারে।’

আরসিবির বিরুদ্ধে এই ম্য়াচ হেরেই প্লে-অফের স্বপ্ন শেষ হয়েছিল সিএসকের। তবে হরভজনের এই দাবি নস্যাৎ করে সিএসকের ফিজিও সিমসেক এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘এটা সম্পূর্ণ ভুয়ো একটা খবর। এমএসডি কিছু ভাঙেননি এবং সত্য়ি বলতে আমি অবধি কোনও ম্যাচের পরেও ওঁকেই উত্তেজিত হতে দেখিনি। ভুয়ো খবর!’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: না না করেও… ধোনির IPL খেলা প্রসঙ্গে IIFA-র মঞ্চে মুখ খুললেন শাহরুখ, ভাইরাল KKR মালিকের মন্তব্য 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal