NOW READING:
Viral News: সত্যিই তরুলতা! মেয়ের হাতে গজাচ্ছে গাছ, চমকে যাবেন দেখে…
November 12, 2024

Viral News: সত্যিই তরুলতা! মেয়ের হাতে গজাচ্ছে গাছ, চমকে যাবেন দেখে…

Viral News: সত্যিই তরুলতা! মেয়ের হাতে গজাচ্ছে গাছ, চমকে যাবেন দেখে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিত্যদিন কত ধরণের ঘটনাই না সামনে আসে। তার মধ্যে কোনওটা চাঞ্চল্য ছড়ায়, আবার কোনওটা এমনটা সাড়া ফেলে দেয়, যা কেউ বিশ্বাসই করতে  চায় না। এরকমই এক ঘটনা প্রকাশ্যে আসল, যা দেখলে অলৌকিক ছাড়া কিছু মনে হবে না। 

জানা গিয়েছে, এক তরুণী সম্প্রতি তাঁর হাতের ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তরুণীর হাতের উপর গজিয়েছে একেবারে ছোট্ট চারাগাছ। যা দেখে রীতিমত চমকে উঠেছে নেটিজেনরা। ওই তরুণী ছবি শেয়ারের সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘ছোট্ট একটি  গাছের চারা আমার হাতে বেড়ে উঠেছে, এবার আমি কী করব।’

শেয়ারের সঙ্গে পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। অনেকে তো বিশ্বাসই করে উঠতে পারছে না যে, এটা কী করে সম্ভব। রুণীর পরিণতি কী হবে, কীভাবেই বা চারাগাছটি গজাল তা ঘিরেও চিন্তা করছেন অনেকে।  একজন লেখেন, ‘চারাগাছটিকে বড় হতে দিন। আপনার শরীরেই তা শোভা পাবে। গাছটি বড় হওয়ার পর আপনার ছবি দেখার অপেক্ষায় থাকব।’ অন্য একজন লেখেন, ‘সম্ভবত হাতের ওই জায়গায় কেটে গিয়েছিল। ছোট্ট বিজ বা ফাঙ্গাস ওই জায়গায় চাপা পড়েছিল। তার জন্যেই এই পরিণতি।’

আরও পড়ুন:Potato Price Hike: পাতে আর আলু নয়! রকেট গতিতে বেড়ে দাম দাঁড়াল ৭৫ টাকা…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link