NOW READING:
Supreme Court on Allahabad High Court:স্তন খামচে সালোয়ারের দড়ি ছেঁড়া ধর্ষণ নয়: হাইকোর্টের ‘অমানবিক’ রায়ে ‘সুপ্রিম’ চড়..
March 26, 2025

Supreme Court on Allahabad High Court:স্তন খামচে সালোয়ারের দড়ি ছেঁড়া ধর্ষণ নয়: হাইকোর্টের ‘অমানবিক’ রায়ে ‘সুপ্রিম’ চড়..

Supreme Court on Allahabad High Court:স্তন খামচে সালোয়ারের দড়ি ছেঁড়া ধর্ষণ নয়: হাইকোর্টের ‘অমানবিক’ রায়ে ‘সুপ্রিম’ চড়..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলাহাবাদ হাইকোর্টের রায়ের গালে এক বিশাল সুপ্রিম থাপ্পড়। ‘স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়’ সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের এমনই এক চমকে দেওয়ার মতো রায়কে সুপ্রিম কোর্ট ‘সম্পুর্ণ অমানবিক, অসংবেদনশীল রায়’ বলেই জানিয়েছে।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন​ Google News

এলাহাবাদ হাইকোর্টের ১৭ মার্চের এই আদেশের বিরুদ্ধে ‘উই দ্য উইমেন অফ ইন্ডিয়া’ নামে একটি সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর সুপ্রিম কোর্ট মামলাটি স্বতঃপ্রণোদিতভাবেই গ্রহণ করে।

বিচারপতি বিআর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে যে এই রায় হাইকোর্টের এবং বিচারকের ‘সংবেদনশীলতার অভাব’ই স্পষ্ট করেছে। এই রায় কোনও সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং ঘটনার ৪ মাস পরে রায় দেওয়া হয়েছিল। সুতরাং অত্যন্ত ভেবেচিন্তেই এই অমানবিক রায় দেওয়া হয়েছে। সাধারণত সুপ্রিম কোর্ট, এতদিন পর হাইকোর্টের কোনও রায়ে স্থগিতাদেশ দেয় না। কিন্তু এক্ষেত্রে এই রায়ে  স্থগিতাদেশ দিতে বাধ্য হচ্ছে কারণ আইনকেই চ্যালেঞ্জ করেছে এই রায়।

আরও পড়ুন: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়: হাই কোর্ট

শীর্ষ আদালত কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে এই রায়ের ব্যাপারে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির সহায়তাও চেয়েছে।

উল্লেখ্য,উত্তরপ্রদেশের কাশগঞ্জে পবন এবং আকাশ,দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১১ বছর বয়সী এক নাবালিকার স্তন খামচে,সালোয়ারের  দড়ি ছিঁড়ে একটি কালভার্টের নিচে টেনে নিয়ে যাওয়ার। পথচারীদের হস্তক্ষেপে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২০২১ সালের ঘটনাটি ঘটেছিল। অভিযুক্তরা ওই কিশোরীকে লিফট দেওয়ার প্রস্তাব দেয় এবং তারপরেই সেই ভয়াবহ ঘটনা ঘটে।

আরও পড়ুন:  স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছেঁড়া মোটেই ধর্ষণ নয়, হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ মন্ত্রী…

এলাহাবাদ আদালত জানায়, অভিযুক্ত পবন ও আকাশের বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলার কেস স্টাডি করে যা দেখা যায় তাতে এই ঘটনা ধর্ষণের চেষ্টার অপরাধ হিসেবে গণ্য হয় না। ধর্ষণের চেষ্টার অভিযোগ আনার জন্য নিগৃহীতাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটি অস্বাভিক ঘটনা। অপরাধের চেষ্টা এবং অপরাধ ঘটানোর মধ্যে পার্থক্য রয়েছে। 

এই রায়ের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। ‘শুধুমাত্র বুক খামচে ধরে সালোয়ারের দড়ি খুলে ফেলা ধর্ষণের অপরাধ নয়’, এলাহাবাদ হাইকোর্টের এই ধরনের রায় ঠিক নয় এবং সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা- মনে করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link