জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের ১০ দিন আগেই টিম ইন্ডিয়া চলে এসেছে ডনের পাড়ায়। টেস্ট সিরিজের আগে ভারত কোনওরকম ওয়ার্ম-আপের ম্যাচের পথে হাঁটেনি। তবে গৌতম গম্ভীরের টিম বেছে নিয়েছে দুই দিনের ইনট্রা স্কোয়াড প্র্য়াকটিস ম্য়াচ, মানে নিজেদের ভিতরেই দল করে খেলা! পোশাকি ভাষায় যা সিমুলেশন ম্য়াচও। পারথের ওয়াকা গ্রাউন্ডে চলছে মহারণের ক্লোজড ডোর মহড়া। শুক্রবার ওয়াকা যা যা ঘটল তারই রইল বাছাই করা আপডেট।
আরও পড়ুন: শামি অস্ট্রেলিয়া যাচ্ছেন, দিনক্ষণ জানালেন কোচ, রইল বাংলার রঞ্জি আপডেট…
শুরুতেই বিরাট কোহলির কথায় আসা যাক। কোহলির অস্বস্তি কিন্তু অস্ট্রেলিয়াতেও অব্যাহত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছিলেন মাত্র ৯৩ রান! দীর্ঘদিন তিনি রানের মুখ দেখেননি। এদিন প্রথম ইনিংসে মাত্র ১৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হয়ে যান। তবে যাওয়ার আগে খান দুয়েক দুরন্ত চোখ জোড়ানো কভার ড্রাইভ মেরেছিলেন। যদিও ফর্মে ফিরতে মরিয়া কোহলি, আউট হওয়ার পর কাল বিলম্ব না করে সোজা ছুটে গিয়েছিলেন নেটে। সেখানে গিয়ে আধ ঘণ্টার উপর নেন টানা থ্রোডাউন।
ভারতীয় দল দু’খেপে অস্ট্রেলিয়া আসলেও রোহিত শর্মা কিন্তু আসেননি। জানা গিয়েছে তিনি নাকি পিতৃত্বকালীন ছুটিতে আছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও তাঁকে পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন কেএল রাহুল। এদিন রাহুল-যশস্বী ওপেন করেছিলেন। রাহুল এদিন প্রসিধ কৃষ্ণার বলে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য় হয়েছেন। সতকর্তামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে তুলে নেওয়া হয়। রাহুল দ্বিতীয় ইনিংসে আর ব্য়াট করেননি। ওদিকে যশস্বী ১৫ রানে আউট হয়েছেন। যদিও দ্বিতীয় ইনিংসে যশস্বী ফর্মে ফেরেন। তিনি ও শুভমন গিল চল্লিশের উপর রান করেছেন।
এবার আসা যাক ঋষভ পন্থের কথায়। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পর পন্থ ৫ ম্যাচে ৪৬.৮৮-এর গড়ে ৪২২ রান করেছেন ৮৬.৪৭-এর স্ট্রাইক রেটে। একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পন্থই। ছয় ইনিংসে ২৬১ রান করেছিলেন তিনি। তবে এদিন দু’বার ক্লিন বোল্ড হয়েছেন। শর্ট ডেলিভারিতেও চাপে পড়েছেন বারবার। যদিও ওয়াকার পিচে ব্য়াট করা সহজ নয়। গতি এবং বাউন্সের ওঠানামা ও বৈচিত্র্য রয়েছে। যদিও কিছু ব্য়াটারের কাছে কাজটি তেমন কঠিন ছিল না।
আরও পড়ুন: ‘ভারত-পাকিস্তানের থেকে ৮ বছর ছিনিয়ে…’! চরম হুঁশিয়ারিতে এবার বাইশ গজে মহাপ্রলয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)