জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের মহিলা ও আদিবাসীরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শাসনে নিরাপদ নন। রবিবার রাঁচিতে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সংকল্পপত্র প্রকাশ করে এভাবেই হেমন্ত সোরেন সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-উলুবেড়িয়ায় তীব্র বিস্ফোরণ! উড়ে গেল ৪টি বাড়ির দরজা…
কেন রাজ্যের মহিলারা সুরক্ষিত নন? অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে। হেমন্ত সোরেনের আমলে রাজ্যের আদিবাসীর সংখ্যা কমে গিয়েছে। এখানে অনুপ্রবেশকারীরা আসছে আর এখানকার মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করে তাদের জমিজমা দখল করে নিচ্ছে।
এবার ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপি লক্ষ্য হল ‘রোটি, বেটি, মাটি’। গেরুয়া শিবিরের দাবি ঝাড়খণ্ডের মাটি, বেটি ও খাবারের অধিকার রক্ষায় ব্যর্থ হেমন্ত সোরেন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ঝাড়খণ্ড তৈরির জন্য ধন্যবাদ জানিয়ে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীর আমলে ঝাড়খণ্ডের উন্নতি হয়েছে। পাঁচ বছর আগে হেমন্ত সোরেন রাজ্যের দায়িত্ব নিয়ে মোদী সরকারের অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে।
কংগ্রেসকেও নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমরা সংকল্পপত্রের কথা বলি তখন আমরা বোঝাতে চাই আমরা অন্যান্য দলের থেকে আলাদা। বিজেপিই দেশের একমাত্র দল যার যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়।
এদিন সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার সরকারি চাকরি। গোগো দিদি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে ২১০০ টাকা দেওয়া হবে। রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। তবে এর আওতা থেকে বাইরে রাখা হবে আদিবাসীদের। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যা বলছে তার কোনও ভিত্তি নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)