জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকমাস ধরেই কার্যত লাইমলাইট থেকে দূরে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সম্প্রতি ভাইফোঁটার আগেরদিন এক অনুষ্ঠানে গিয়ে ভাইয়ের কথা বলেন অভিনেত্রী। এবার ভাইয়ের মৃত্যুদিনে সোশ্যাল মিডিয়ায় মনখারাপের কথা লিখলেন অভিনেত্রী। পাঁচ বছর আগে আজকের দিনেই তিনি হারিয়ে ফেলেছেন তাঁর একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে।
আরও পড়ুন- Chandannagar: পোষ্যকে নিয়ে পুজো মন্ডপে ঢোকায় ভর্ৎসনা! বাড়ি ফিরে চরম পদক্ষেপ যুবতীর…
সম্প্রতি ভাইফোঁটার আগের রাতে একটি শোয়ে অংশগ্রহণ করেন ইন্দ্রানী হালদার। ভাইরাল ভিডিয়োতে ইন্দ্রাণীর গলায় ছিল আক্ষেপের সুর। অভিনেত্রী জানান যে বহুদিন আগেই ভাইকে হারিয়েছেন তিনি, তাই ভাইফোঁটা এলেই মন খারাপ হয়ে যায়। উপস্থিত দর্শকদের মধ্যে থেকেই এক ভাইকে ডেকে নিয়ে ভাইফোঁটা স্পেশ্যাল গানও গাইতে দেখা গেল ইন্দ্রাণী হালদারকে। রবিবার সকালে ভাইয়ের মৃত্যুদিনে স্মৃতিকাতর হয়ে পড়েন দিদি ইন্দ্রানী।
অভিনেত্রী লেখেন, “ভাই, আজ পাঁচ বছর হল তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিস। কোথা দিয়ে সময় চলে গেল। কিন্তু আমাদের কষ্ট একটুও কমল না। আমি আর মা রোজই কাঁদি তোর জন্য। যেখানেই থাকিস ভাল থাকিস ভাই।” অভিনেত্রীর পোস্টে তাঁর অনুরাগী ও বন্ধুরা তাঁকে সান্ত্বনা দেন। ইন্দ্রানীর ভাই ইন্দ্রনীলও ছিলেন অভিনেতা। জোছন দস্তিদার পরিচালিত ‘উড়নচণ্ডী’ ধারাবাহিকে দুজনে একসঙ্গে, ভাই-বোনের চরিত্রে অভিনয়ও করেন। শুধু ছোটপর্দা নয়, মঞ্চ থেকে বড়পর্দা সর্বত্রই অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন- Indrani Halder: ওজন বেড়েছে হুড়মুড়িয়ে, অসুস্থতার কারণেই অন্তরালে ইন্দ্রানী হালদার!
সম্প্রতি ইন্দ্রানী হালদারের একটি ভিডিয়ো ঘিরে হইচই পড়ে যায় নেটপাড়ায়। সকলেরই জানা, বরাবরই ছিপছিপে ইন্দ্রানী, নিজের ডায়েট ও ওয়ার্ক আউট নিয়ে ভীষণ সচেতন। সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রী ওজন বাড়িয়ে ফেলেছেন অনেকটাই। হঠাৎ কী হল তাঁর? কেন ইন্দ্রাণী হালদারের ওজনের এই ফের? গোয়েন্দা গিন্নি নিজেই জানান,’পিঠে ব্যথার কারণে আমি একবছর কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরতে একদম বারণ করেছিল ডাক্তার। জিম তো দূর, কোনওরকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, আশা করি সকলেই সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours