জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র চার বছরেই পিছু হটল কেন্দ্র! উত্পাদন শিল্পের চিনকে টক্কর দিতে যে প্রকল্প চালু করা হয়েছিল, সেই প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্প বাতিল করে দিল মোদী সরকার। বরাদ্দ ছিল ২৩০০ কোটি ডলার!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ভারতে এখন ১৪ শিল্পক্ষেত্রে চালু রয়েছে এই পিএলআই প্রকল্প। মেয়াদ কোথাও ৫ বছর, তো কোথাও আবার ৬ বছর। সংশ্লিষ্ট দফতরের দুই আধিকারিক জানিয়ে দিয়েছেন, ওই ১৪টি ছাড়া আর কোনও শিল্পক্ষেত্রে এই প্রকল্পটি সম্প্রসারণ করা হবে না। বাড়ানো হবে না উত্পাদনের চূড়ান্ত সময়সীমাও।
কেন্দ্রের এই প্রকল্পের শামিল হয়েছে অ্যাপল সরবরাহকারী সংস্থা ফক্সকন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের মতো প্রায় ৭৫০ সংস্থা। এখন কোনও সংস্থা যদি নির্দিষ্ট সময়ের মধ্য়ে উত্পাদনের লক্ষ্যমাত্রা পূরণ করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট নগদ ইনসেনটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। আশা ছিল, পিএলআই প্রকল্প মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশের অর্থনীতিতে উত্পাদন শিল্পের অংশীদারি ২৫ শতাংশ নিয়ে যাওয়া হবে। কিন্তু তা তো হয়ইনি, উল্টে প্রকল্প চালু হওয়ার পর অর্থনীতিতে উত্পাদন শিল্পের অংশীদারি ১৫.৪ শতাংশ থেকে কমে হয়েছে ১৪.৩ শতাংশ।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছরে অক্টোবর পর্যন্ত পিএলআই-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির উত্পাদনের লক্ষ্যমাত্রা ৩৭ শতাংশ কাজ করে ফেলেছিল। এমনকী, প্রকল্পে মোট বরাদ্দে ৮ শতাংশ টাকা ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে কেন বাতিল প্রকল্প? প্রধানমন্ত্রীর দফতর বা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: Meerut Husband Murder Update: জেলেই নেশা করতে চান ‘খুনি’ মুসকান! ছটফট করছে প্রেমিক সাহিলও…
আরও পড়ুন: Uttar Pradesh Bombing: প্রতিবেশীদের ভয়ে কথা বলা বন্ধ করেছিল বান্ধবী, ভয়ংকর কাণ্ড করে বসল যুবক…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)