NOW READING:
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ঘোষিত ভারতীয় দলে ৩ নতুন মুখ
April 8, 2025

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ঘোষিত ভারতীয় দলে ৩ নতুন মুখ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ঘোষিত ভারতীয় দলে ৩ নতুন মুখ
Listen to this article


মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেট দলে (Indian Womens Cricket Team) নতুন ৩ মুখ। শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। সেই সিরিজে তৃতীয় দলটি দক্ষিণ আফ্রিকা। সেই সফরের ওয়ান ডে সিরিজের জন্যই ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হল। যাঁরা নতুন সুযোগ পেলেন তাঁরা হলেন কাশভি গৌতম, এন শ্রী চারানি ও সুচি উপাধ্যায়। এঁরা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে ও উইমেন্স প্রিমিয়ার লিগে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। এদিকে শ্রীলঙ্কা সফরে ফের জাতীয় দলের নেতৃত্বে ফিরলেন হরমনপ্রীত কৌর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত জানুয়ারিতে হোম সিরিজে খেলেননি হরমনপ্রীত। এছাড়াও দলে ফিরেছেন স্নেহ রানা, অমনজ্যোৎ কৌর, ইয়াস্তিকা ভাটিয়া, অরুন্ধতী রেড্ডিরা। 

উইমেন্স প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করা সত্ত্বেও শেফালি বর্মাকে স্কোয়াডে রাখা হয়নি। ৯ ইনিংসে ৩০৪ রান করেছিলেন শেফালি। ১৫৩ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছেন শেফালি। চার নম্বরে ছিলেন সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায়। তবুও শেফালিকে নেওয়া হয়নি দলে। 

২১ বছরের কাশভি গৌতম উইমেন্স প্রিমিয়ার লিগে মোট ১১ উইকেট নিয়েছিলেন ৯ ম্য়াচে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র ২ টো ম্য়াচে খেলেতে নেমেছিলেন ২০ বছরের এন শ্রী চারানিকে। তিনি ৪ উইকেট নিয়েছিলেন। অন্য়দিকে সূচি উপাধ্যায় সিনিয়র উইমেন্স ওয়ান ডে কাপে সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন। তাই তাঁকেই নেওয়া হয়েছে। 

লড়েও হার কেকেআরের

পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি শুরু হয়ে গেল। দেখা গেল, আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে ২০১৯ সালে। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জিতেছিল কেকেআর। মঙ্গলবারের লড়াইটা অবশ্য আরও কঠিন ছিল। রাহানের অর্ধশতরান, শুরুতে নারাইনের চালিয়ে খেলা ইনিংস করব, লড়ব স্লোগান মেনে লড়াই করেছিলেন নাইট ব্যাটাররা। কিন্তু শেষরক্ষা অর্থাৎ জিতব রে আর বাজল না ইডেনে। শেষ ৪ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫৪ রান। ক্রিজে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংহ। নাইটদের বহু যুদ্ধের নায়ক। ১৭তম ওভারে বল করতে এলেন শার্দুল ঠাকুর। ৩ ওভারে যিনি ততক্ষণে ৪৩ রান হজম করে বসেছেন। যার মধ্যে এক ওভারে পরপর পাঁচটি বল ওয়াইড করেছেন। কিন্তু নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই মাসল রাসেলকে তুলে নিয়ে কেকেআরকে বিরাট ধাক্কা দিলেন প্রাক্তন নাইট লর্ড শার্দুলই। সেই ওভারে উঠল মাত্র ৯ রান। এরপর ধীরে ধীরে ওভার প্রতি রান কমতে থাকল নাইটদের। রাসেল, রমনদীপ ব্যর্থ হলেন। রিঙ্কু শেষ পর্যন্ত ১৫ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না।

আরও দেখুন



Source link