সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি মুলতবি করেছে বাংলাদেশের হাইকোর্ট। সেইসঙ্গে জানুয়ারি মাসের প্রথম দিকে এই রিটের শুনানি হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- TMC Councillor: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি! ৫০ লক্ষ না দেওয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর…
রবিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের তরফে জানানো হয়, অবকাশকালীন ছুটি শেষে জানুয়ারি মাসের প্রথম দিকে এই রিট শোনা হবে। তখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যও শোনা হবে।
এর আগে ২ ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন।
আরও পড়ুন- Atul Subhash Suicide Case: স্ত্রী-শাশুড়ির নির্যাতনে চরম সিদ্ধান্ত! গ্রেফতার অতুলের স্ত্রী-শাশুড়ি-শ্যালক…
রিটে বাংলাদেশ কেবিল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।বাংলাদেশের তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)