কলকাতা: ২৭ কোটি টাকা মূল্যে তাঁকে দলে নেওয়া হয়েছিল। লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) তো অবশ্যই এমনকী আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মা এমনকী বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরার থেকেও তাঁর দর অনেক বেশি। কিন্তু সেই হিসেবে পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। ব্য়াট হাতে পারফরম্য়ান্স তলানিতে। কেকেআরের বিরুদ্ধে তো মাঠেই নামলেন না। তবে ইডেনেই নতুন এক রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে ঋষভ পন্থ (Rishabh pant)।
ব্যাট হাতে না হোক, উইকেটের পেছন থেকে কেকেআরের বিরুদ্ধে নজির গড়ার হাতছানি রয়েছে পন্থের সামনে। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ৯৯টি শিকার করেছেন পন্থ উইকেটের পেছন থেকে। আর একটি শিকার করলেও সংখ্যাটা সেঞ্চুরি পূরণ করবে। এখনও পর্যন্ত আইপিএলে ৭৬টি ক্যাচ নিয়েচেন পন্থ। ২৩টি স্টাম্পিং করেছেন। মোট ১১৫ ম্য়াচে ঝুলিতে ৯৯টি শিকার রয়েছে তাঁর নামের পাশে।
আর একটি শিকার মানেই আইপিএলের ইতিহাসে চতুর্থ উইকেটকিপার হিসেবে ১০০ শিকার ঝুলিতে পুরে নেওয়ার নজির গড়বেন পন্থ। এই তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ১৯৪টি শিকার করেছেন মাহি উইকেটের পেছন থেকে। দ্বিতীয় স্থানে দীনেশ কার্তিক। তাঁর ঝুলিতে ১৭৪টি শিকার। তৃতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর ঝুলিতে ১১৫টি শিকার।
২৭ কোটি মূল্যে লখনউ সুপারজায়ান্টসে যোগ দেওয়া পন্থ এখনও পর্যন্ত চারটি ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন যথাক্রমে ০, ১৫, ২, ২। তাঁর নিজের ব্য়াটিং ফর্ম তো চিন্তার অবশ্যই। তবে দল আজ কেকেআরের বিরুদ্ধএ প্রথমে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান বোর্ডে তুলে নিয়েছে।
ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু ব্যাট হাতে তাণ্ডব চালালেন এলএসজির ব্য়াটাররা। শুরু করলেন মার্শ- মারক্রাম। যেই ধারা এগিয়ে নিয়ে গেলেন নিকোলাস পুরাণ। এবার অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে সবার আগে তিনিই।বিপক্ষে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনের মতো স্পিন ফলা। সঙ্গে হর্ষিত রানা, বৈভব অরোরার পেস আক্রমণ। অথচ কেকেআরের সব কৌশল গুঁড়িয়ে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করলেন পুরান। শেষ পর্যন্ত ৩৬ বলে ৮৭ রানে অপরাজিত রইলেন ক্যারিবিয়ান তারকা। চলতি আইপিএলে যিনি রয়েছেন বিধ্বংসী ছন্দে। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের অরেঞ্জ ক্যাপও পুরানের মাথায়।
আরও দেখুন