NOW READING:
Railway App: একাই ১০০! রিজার্ভেশন, ট্র্যাকিং– এক অ্যাপেই লহমায় সমস্ত খবর এবার হাতের কাছে…
November 4, 2024

Railway App: একাই ১০০! রিজার্ভেশন, ট্র্যাকিং– এক অ্যাপেই লহমায় সমস্ত খবর এবার হাতের কাছে…

Railway App: একাই ১০০! রিজার্ভেশন, ট্র্যাকিং– এক অ্যাপেই লহমায় সমস্ত খবর এবার হাতের কাছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যাত্রীদের জন্য হতে চলেছে একটা ওয়ান-স্টপ অফারিং-য়ের মতো বিষয়। একে বলা হচ্ছে সুপার অ্যাপ। এক অ্যাপেই কেল্লাফতে। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই এটা লঞ্চ হয়ে যাবে।

আরও পড়ুন: Canada Temple Violence: কানাডার হনুমানজির মন্দিরে ঢুকে হামলা! খালিস্তানিদের কাজ? কী বলছেন ট্রুডো?

একটি মোবাইল অ্যাপ। যেটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফেরমেশন সিস্টেম (সিআরআইএস)। এটি ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র সঙ্গে একযোগে তৈরি হচ্ছে।

একটি অ্যাপ থেকেই এবার সব করা যাবে। হাজারটা কাজ হবে এর মাধ্যমে। ট্রেনের টিকিট কাটা যাবে, প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে, রিজার্ভেশন করা যাবে, তা আপডেট করা যাবে, ক্যানসেল করা যাবে, আইআরসিটিসি-র ই-কেটারিং ফুড থেকে খাবার বুক করা যাবে, সিটে বসেই খাবার ডেলিভারি নেওয়া, রেলের কোনও পরিষেবা নিয়ে অভিযোগ জানানো, এমনকি অংসরক্ষিত টিকিটও কাটা যাবে। 

আরও পড়ুন: Puri Jagannath Temple: পুরীর মন্দিরের দেওয়ালে এ কী? তড়িঘড়ি ডাকা হল…

এখনও পর্যন্ত রেলের খবরাখবরের ক্ষেত্রে আইআরসিটিসি-ই হল সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। এমনকি প্রাইভেট সেক্টর ট্রাভেল বুকিং সিস্টেমও এর উপর নির্ভর করে। বছরে এর টার্ন-ওভারও চোখ কপালে তোলার মতো। তবে নতুন যে অ্যাপ আসছে, তাকে সুপার অ্যাপ বলা হচ্ছে। আইআরসিটিসি অ্যাপ যে-যে সংক্রান্ত পরিষেবা দিত, নতুন এই অ্যাপ তার থেকেও বেশি দেবে। আপাতত রেলযাত্রীরা এর জন্য অপেক্ষায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link