অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার সেক্টর ফাইভ থেকে তেঘরিয়া পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু করতে চায় রেল। সংশ্লিষ্ট এলাকায় জমি চেয়ে বিজ্ঞপ্তি দিল কলকাতা মেট্রো।
জমি চেয়ে বিজ্ঞপ্তি: মেট্রো রেল সূত্রে দাবি, এপ্রিলের মধ্যেই, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটের সব ক’টি স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, নির্বিঘ্নে শুরু হবে এই মেট্রো যাত্রা। এই আবহে এবার আরও একটা রুটেে কাজ শুরু করতে চায় মেট্রো রেল। সেক্টর ফাইভ-ভায়া হলদিরাম-তেঘরিয়া রুটে ৫টি স্টেশন হবে। থাকবে এলিভেটেড করিডর, শেষ অংশ হবে ভূ-গর্ভস্থ। সংশ্লিষ্ট রুটে ৫টি স্টেশন হল কেষ্টপুর, দমদম পার্ক, বাগুইয়াটি, রঘুনাথপুর ও তেঘরিয়া (হলদিরাম)। মেট্রোর এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ২ হাজার ৩৬৫ কোটি টাকা। সাড়ে ৬ কিলোমিটার প্রকল্পে মাটির নীচে থাকবে দেড় কিলোমিটার অংশ। বাকি ৫ কিলোমিটার অংশ মাটির উপরে থাকবে। প্রকল্পের জন্য টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার।
এদিকে ভারত তথা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে এই জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনে মোট ৫টা প্ল্যাটফর্ম রয়েছে যা কিনা অন্যান্য স্টেশনের তুলনায় বেশি। আপাতত, ২ টো প্ল্যাটফর্ম কার্যকরী অবস্থায় রয়েছে। স্টেশন চত্বর জুড়ে ১২টি এসক্য়ালেটরের পাশাপাশি, ৬টি লিফটেরও ব্যবস্থা রয়েছে। এর আগে, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বিমানবন্দর পর্যন্ত চক্ররেল পরিষেবা চালু হয়েছিল। পর্যাপ্ত যাত্রী না হওয়ার, সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ভারত তথা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে এই জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। আপাতত, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে এই লাইন। পরবর্তী বারাসতের জমি জট কাটলেও, সেই অবধিও যাবে মেট্রো।
অন্যদিকে জোরকদমে চলছে কলকাতা মেট্রোর আরেক রুটের কাজ। গত মাস থেকেই রবিবার করে বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, বউবাজার অংশ জোড়া হচ্ছে। সেই কারণে সিগন্যালিংয়ের কাজ চলবে। ফলে ২৩ মার্চ থেকে শুরু করে আপাতত প্রতি রবিবার বন্ধ রয়েছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন পরিষেবা। মেট্রো রেল জানায় পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রবিবার করে ওই লাইনে মেট্রো পরিষেবা মিলবে না।
আরও দেখুন