# Tags
#Blog

ট্রেনে শিশুদের জন্য টিকিট ফ্রি, কাদের জন্য হাফ টিকিট ? জেনে নিন রেলের নিয়ম

ট্রেনে শিশুদের জন্য টিকিট ফ্রি, কাদের জন্য হাফ টিকিট ? জেনে নিন রেলের নিয়ম
Listen to this article


 

Ticket Booking : অনেক সময় এই বিষয়টি জানেন না অভিভাবরা। সেই ক্ষেত্রে ট্রেনে যাতায়াতের (Train Tickets) বাজেট বেশি হয়ে যায় তাদের। কেউ কেউ শিশুদের টিকিট  ফ্রি ভেবে কাটেন না সন্তানের টিকিট। সেই ক্ষেত্রে পরে সমস্যার মুখে পড়তে হয় তাদের। জেনে নিন, শিশুদের টিকিটের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে রেলের (Indian Railways)।

কোটি কোটি যাত্রী ভারতীয় রেলের
ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি যাত্রী যাতায়াত করেন। বেশিরভাগ যাত্রীই ট্রেনে রিজার্ভেশন করে ভ্রমণ করতে পছন্দ করেন। কারণ সংরক্ষিত কোচে ভ্রমণ করা খুবই আরামদায়ক। আর যাত্রীরা এখানে অনেক সুযোগ-সুবিধা পান। রিজার্ভেশন কোচে যাতায়াত করতে হলে আগে থেকেই টিকিট বুক করতে হয়। যাত্রীরা তাদের টিকিট অনলাইন বা অফলাইনে যেভাবে ইচ্ছা বুক করতে পারে। 

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য রেলওয়ের পক্ষ থেকে অনেক নিয়ম করা হয়েছে। এই নিয়মগুলির মধ্যে টিকেট বুকিং একটা বড় বিষয়। রেলওয়েতে ছোট বাচ্চাদের টিকিট নেওয়া হয় না। কিছু বাচ্চাদের অর্ধেক টিকেট চার্জ করা হয়। যেকোনও শিশুরা রেলপথে ভ্রমণ করে তাদের টিকিট চার্জ করা হয় না। এই বিষয়ে রেলওয়ের কী নিয়ম রয়েছে।

এই শিশুদের জন্য কোনও টিকিট লাগে না
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী কিছু শিশু বিনামূল্যে ভ্রমণ করতে পারে। এই শিশুদের জন্য টিকিটে ছাড় দিয়েছে রেল। যার অর্থ এই শিশুদের ভ্রমণের সময় টিকিট কেনার দরকার নেই। যদি 1 থেকে 4 বছর বয়সী কোনও শিশু আপনার সাথে ভ্রমণ করে, তবে আপনাকে তার জন্য আলাদা টিকিট কিনতে হবে না। সে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

এই শিশুরা হাফ টিকিট পায়
রেলের নিয়ম অনুযায়ী, 1 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য টিকিট কেনার প্রয়োজন নেই। একইভাবে, এই বয়সের বেশি শিশুদের জন্য একটি ফুল টিকিট কেনার প্রয়োজন নেই। রেলের নিয়ম অনুসারে, আপনি 5 থেকে 12 বছরের মধ্যে একটি শিশুর জন্য একটি হাফ টিকেট কিনতে পারেন। কিন্তু এতে সন্তানের জন্য আপনাকে আসন দেওয়া হবে না। আপনি যদি তার জন্য আলাদা ফুল সিট নিতে চান তবে আপনাকে পুরো টিকিটের জন্য টাকা দিতে হবে।

বিনা টিকিট ভ্রমণের শাস্তি
ভারতীয় রেলওয়ের যাত্রীদের জন্য টিকিটের ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী ভ্রমণ করতে পারবেন না। টিটিই যদি কোনও যাত্রীকে টিকিট ছাড়া ভ্রমণ করতে দেখেন, তাহলে তাকে 250 টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি আরও একটি জরিমানা আরোপ করা হয়। যে স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছিল সেই স্টেশন থেকে আপনি যে স্টেশনে ধরা পড়েছেন সেই স্টেশনের ভাড়া এর মধ্যে ধরা হয়।

BSNL Recharge: BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal